Regent Park: সাময়িক উত্তেজনা, নাকি পূর্ব পরিকল্পনা? রিজেন্ট পার্কে তরুণের মৃত্যু ঘিরে প্রশ্ন
ছেলে বাড়ি থেকে দীর্ঘ সময়ের জন্য বেরোলে কখনই হাফ প্যান্ট বা টি শার্ট পড়ে বেরোত না। সবসময় ফুল প্যান্ট, শার্ট এবং হাতে ঘড়ি পড়ত। কাল এত বার করে ওকে ডাকাডাকি করছিল ফোনে, যে ও প্রায় বাধ্য হয়ে ঘরে পড়ার পোশাকেই বেরিয়ে পড়ে।
অয়ন ঘোষাল: নিছক সাময়িক উত্তেজনা? নাকি পূর্ব পরিকল্পনা? রিজেন্ট পার্কে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু ঘিরে প্রশ্ন।
ছেলে বাড়ি থেকে দীর্ঘ সময়ের জন্য বেরোলে কখনই হাফ প্যান্ট বা টি শার্ট পড়ে বেরোত না। সবসময় ফুল প্যান্ট, শার্ট এবং হাতে ঘড়ি পড়ত। কাল এত বার করে ওকে ডাকাডাকি করছিল ফোনে, যে ও প্রায় বাধ্য হয়ে ঘরে পড়ার পোশাকেই বেরিয়ে পড়ে।
মৃত প্রলয় বিশ্বাসের বাবা প্রদীপ বিশ্বাসের পুলিসকে দেওয়া বয়ানে নয়া মোড় এই ঘটনায়। পূর্ব পুটিয়ারি এলাকায় এখন যেদিকে তাকানো যায়, সেদিকেই প্রোমোটিং চলছে। জমি বাড়ি ফ্ল্যাটের দাম আকাশ ছোঁয়া। তাই কার্যত চলছে সিন্ডিকেট রাজ। একেকটি নির্মীয়মাণ বহুতল ঘিরে দিনভর ইয়ং ছেলেদের যাতায়াত, আনাগোনা।
দক্ষিণপাড়া কর্নার প্লটের এই বহুতল নিচ থেকে তালা বন্ধ করা। কিন্তু পাশে রাখা কাঠের মই দিয়ে দোতলার সিঁড়ি পর্যন্ত পৌছে যাওয়া অত্যন্ত সহজে। তাই এই বাড়ির ছাদে প্রতিদিন রাত নটার পর থেকে রাত আড়াইটা পর্যন্ত মদ্যপান, হই হল্লা চলত। যারা আসরে সঙ্গ দিত, তারা সকলেই একে অপরের পরিচিত।
এলাকায় তাদের ঘোরাফেরাও ছিল একসঙ্গেই। কাল রাতের বদলে আসর বসে যায় দুপুরেই। স্থানীয় এক রেস্তরাঁ থেকে আসে বারো প্যাকেট বিরিয়ানি। বাইকে করে আসা তরুণের দল সঙ্গে নিয়ে আসে বেশ কয়েক বোতল হুইস্কি। আসরের মধ্যেই মাঝেমাঝে চিৎকার চেচামিচির আওয়াজ আসছিল।
আরও পড়ুন: Coal Smuggling, CBI: কয়লা পাচারকাণ্ডে এবার সিবিআই-র জালে CISF-র ইন্সপেক্টর.....
সন্ধে ছটা নাগাদ, এই ছাদ থেকেই কয়েক সেকেন্ডের ব্যবধানে প্রথমে প্রলয় বিশ্বাস ও পরে অমিত নায়েক পরে যায়। এলাকাবাসীই তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তারপর এলাকায় পুলিস আসে।
আরও পড়ুন: শহরে আসছেন সলমান, মমতার সঙ্গে দেখা করতে প্রথমেই যাবেন কালীঘাটের বাড়ি
ছেলেকে পরিকল্পনা করে খুন করা হয়েছে এমনই অভিযোগ বাবার। অমিতের অবস্থা অত্যন্ত গুরুতর। তাই তাকে এখনও জিজ্ঞাসাবাদ করা যায়নি। আসরে থাকা বাকিদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে রিজেন্ট পার্ক থানার পুলিস।
এদের অনেকেরই বয়ানে অসঙ্গতি ধরা পরেছে বলে পুলিস সুত্রে খবর। পুলিস সূত্র জানাচ্ছে, কোনও কারণে বেশ কয়েক মাস আগে অমিতের কাছে কিছু টাকা ধার নিয়েছিল প্রলয়। একাধিকবার সেই টাকা ফেরত চাওয়া হয়েছে। প্রলয় দিতে পারেনি। সেই নিয়ে দুজনের সম্পর্কে সম্প্রতি চিড় ধরতে শুরু করেছিল। গতকালের ঘটনা তারই পরিণতি কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।