Kolkata: বাড়িতে ঢুকে প্রৌঢ়ার 'শ্লীলতাহানির চেষ্টা', 'ভিডিয়োগ্রাফি', অভিযুক্ত ছেলের বন্ধুরা

ফুলবাগান থানায় অভিযোগ দায়ের। 

Updated By: Aug 7, 2021, 10:12 AM IST
Kolkata: বাড়িতে ঢুকে প্রৌঢ়ার 'শ্লীলতাহানির চেষ্টা', 'ভিডিয়োগ্রাফি', অভিযুক্ত ছেলের বন্ধুরা

নিজস্ব প্রতিবেদন: খাস কলকাতায় বাড়িতে ঢুকে প্রৌঢ়ার শ্লীলতাহানি! ঘটনার মুহূর্ত ভিডিয়ো করার অভিযোগ। প্রৌঢ়ার ছেলের বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ। ফুলবাগান থানায় অভিযোগ দায়ের। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা পঞ্চাশোর্ধ। তাঁর চোখের রেটিনায় কিছু সমস্যা রয়েছে। তিনি চোখে প্রায় দেখতে পান না বললেই চলে। অভিযোগ, গত ৫ অগাস্ট প্রৌঢ়ার বাড়িতে আসে তাঁর ছেলের বন্ধু সুরজিৎ দাস ও আরও একজন। মহিলার ছেলে তখন বাড়িতে ছিলেন না। অভিযোগ, সেই সুযোগ নিয়ে প্রৌঢ়ার শ্লীলতাহানির চেষ্টা করেন তাঁরা। এমনকী, ঘটনার মুহূর্ত ভিডিয়ো রেকর্ডিংও করে অভিযুক্তরা। সেই ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করা হয় বলেও অভিযোগ। 

আরও পড়ুন: রাতের শহরে আটক অভিনেত্রী Ishaa Saha-র গাড়ি, দায়ের মামলা

আরও পড়ুন: JMB: কলকাতা মডিউলের তদন্তভার নিল NIA, দিল্লিতে রুজু মামলা

জানা গিয়েছে, ভীতির কারণে প্রথমে ঘটনার কথা কাউকে বলতে পারেননি প্রৌঢ়া। তবে তাঁকে মনের জোর দেন তাঁর ছেলে। ছেলের তৎপরতায় ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে।

.