দিল্লিতে ছাত্র বিক্ষোভ, রাজ্যজুড়ে চলছে তৃণমূলের সন্ত্রাস

ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর পুলিস হেফাজতে মৃত্যুর ঘটনায় বিক্ষোভ তীব্র আকার ধারন করল। আজ, মঙ্গলবার যোজনা অফিসের সামনে এসএফআই সমর্থকদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন অর্থমন্ত্রী অমিত মিত্র। অভিযোগ সেই বিক্ষোভে হাতহাতিতে জড়িয়ে পড়েন অর্থমন্ত্রী। এরপর এইমসে অর্থমন্ত্রীকে দেখাতে নিয়ে যাওয়া হয় তাঁকে।

Updated By: Apr 9, 2013, 07:08 PM IST

ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর পুলিস হেফাজতে মৃত্যুর ঘটনায় বিক্ষোভ তীব্র আকার ধারন করল। আজ, মঙ্গলবার যোজনা অফিসের সামনে এসএফআই সমর্থকদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন অর্থমন্ত্রী অমিত মিত্র। অভিযোগ সেই বিক্ষোভে হাতহাতিতে জড়িয়ে পড়েন অর্থমন্ত্রী। এরপর এইমসে অর্থমন্ত্রীকে দেখাতে নিয়ে যাওয়া হয় তাঁকে।

এক নজরে দেখে নেওয়া যাক আজ সারাদিন কী কী ঘটল

পড়ুন প্রতিবাদের নামে কীরকম গুন্ডামি চালাচ্ছে তৃণমূল

দেখুন অমিত মিত্র কীভাবে বিক্ষোভের মুখে পড়লেন
দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রীকে হেনস্থা। দিল্লি পুলিসে এফআইআর দায়ের।
কাল দিল্লির যন্তর-মন্তরে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি। প্রদিবাদ কলকাতাতেও।
অসুস্থ বোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডেকে পাঠানো হল চিকিত্‍সকদের
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করলেন মুখ্যমন্ত্রী
একের পর এক জেলা থেকে খবর আসছে সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর চলছে।

মহাকরণের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূল। শহরের বিভিন্ন প্রান্ত চলল বিক্ষোভ।
পার্থর সাংবাদিক সম্মেলনের পরই জেলায় জেলায় শুরু হয়ে গেল সিপিআইএমের পার্টি অফিস ভাঙচুর।
কলকাতায় সাংবাদিক সম্মেলন পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থর সাংবাদিক সম্মেলন জুড়ে থাকল হুমকি। দিল্লির প্রশাসন আর নিরাপত্তা নিয়েও তদন্ত দাবি
এসএফআই নেতা ঋতব্রত ভট্টাচার্য বললেন, স্বতঃস্ফূর্ত প্রতিবাদের স্বীকার রাজ্যের মন্ত্রীরা

পুরো ঘটনার নিন্দায় বামফ্রন্ট। নিন্দা করলেন বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, গৌতম দেব।
মুখ্যমন্ত্রী বললেন, কলকাতায় যাই সিপিআইএমকে দেখে নেব
যোজনা কমিশনের দফতরে কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিং আহলুওয়ালিয়ার সামনে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, তাঁকে মাথায় লোহার রড দিয়ে আঘাত করতে গিয়েছিল। ববি (ফিরহাদ হাকিম) তাঁকে বাঁচায়।
এবার প্রতিবাদের মুখে আটকে পড়ল মুখ্যমন্ত্রীর গাড়ি
অভিযোগ উঠল শারীরিক নিগ্রহ করা হয়েছে অমিত মিত্রকে।
বৈঠক থেকে বেরিয়ে আসার মুখে এসএফআইয়ের বিক্ষোভের মুখে অমিত মিত্র।
যোজনা কমিশনের বৈঠক শুরু।

.