গিরিশ পার্কের ফুটপাথ থেকে অপহরণ দুধের শিশু
যদিও পুলিসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছে ওই পরিবার, তাঁদের দাবি আর্থিক অবস্থা ভাল না হওয়ার কারণে তাঁদের শিশুকে খোঁজার চেষ্টাও করছে না পুলিস।
নিজস্ব প্রতিবেদন: গিরিশ পার্কের ফুটপাথ থেকে শিশু চুরির অভিযোগ। শনিবার ভোরে গিরিশ পার্ক থানা এলাকার বিবেকানন্দ রোড থেকে এগারো মাসের ওই শিশুটি নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকেরা জানান, ওইদিন ভোর ৫টা নাগাদ শিশুটিকে দুধ খাওয়ানোর পর তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এরপর সকালের দিক থেকেই আর কোনও খোঁজ মেলেনি। বাপি নামে এক ব্যক্তিকে সন্দেহ করছেন বলে জানিয়েছে নিখোঁজ শিশুর পরিবার।
আরও পড়ুন: পুরোপুরি বন্ধ হচ্ছে টালা ব্রিজ, জেনে নিন কোন বিকল্প পথে যান চলাচল করবে
পরিবারের দাবি, সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে শিশুটিকে কোলে নিয়ে যেতে দেখা গিয়েছে। গিরিশ পার্ক থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ / ৩৪ ধারায় অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার। যদিও পুলিসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছে ওই পরিবার, তাঁদের দাবি আর্থিক অবস্থা ভাল না হওয়ার কারণে তাঁদের শিশুকে খোঁজার চেষ্টাও করছে না পুলিস।
আরও পড়ুন: চশমা ও সিসিটিভি ফুটেজই ধরিয়ে দিল বেলেঘাটায় সন্তান খুনে অভিযুক্ত মা-কে