আট হাজার পুলিসবাহিনীর ঘেরাটোপে হবে তৃণমূলের ব্রিগেড, থাকবেন খোদ সিপি

মঞ্চের বাইরে সাদা পোশাকে থাকবে কমপক্ষে ১০০০ পুলিশ।

Updated By: Jan 17, 2019, 04:18 PM IST
আট হাজার পুলিসবাহিনীর ঘেরাটোপে হবে তৃণমূলের ব্রিগেড, থাকবেন খোদ সিপি

নিজস্ব প্রতিবেদন : উনিশের উনিশে জানুয়ারি তৃণমূলের ব্রিগেড উপলক্ষে সাজো সাজো রব। নিরাপত্তায় যাতে মাছি গলতে না পারে, সেরকমই আঁটসাঁট ব্যবস্থা করা হয়েছে। ব্রিগেডে অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তার দ্বায়িত্বে থাকবেন খোদ কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার।

লালবাজার থেকে নবান্নে পাঠানো তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, ওই দিন সভা চলাকালীন কলকাতা পুলিশের প্রায় সাড়ে ৮ হাজার বাহিনী মোতায়েন থাকবে। সভাস্থলে উপস্থিত থাকবেন ১৮ জন ডিসি, ২৯ জন এসি সহ বিশাল পুলিশবাহিনী। মঞ্চের বাইরে সাদা পোশাকে থাকবেন কমপক্ষে ১০০০ পুলিশকর্মী। এছাড়াও থাকবেন এসটিএফ এবং গুন্ডাদমন শাখার পুলিশকর্মীরা। ড্রোনের মাধ্যমেও চলবে নজরদারি। রাজ্য পুলিশের এলাকাভুক্ত যে সব পয়েন্ট থেকে বাস, গাড়ি বা মিছিল আসবে সেখানেও অতিরিক্ত পুলিশ মোতায়েনের ব্যবস্থা থাকবে।

প্রশাসন সূত্রে খবর, উনিশের ব্রিগেডে ৫০ লাখ মানুষের সমাগম হতে চলেছে। সেই অনুসারেই চলছে পরিকল্পনা। ব্রিগেডে ঢোকার জন্য ৭ টা প্রবেশ পথ করা হচ্ছে। কোন মিছিল কোন প্রবেশ পথ দিয়ে ঢুকবে, তা নির্ধারিত করে দেওয়া হচ্ছে। পাশাপাশি, গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত করে দেওয়া হচ্ছে স্থান। মোট ৩টি স্থানকে পার্কিংয়ের জন্য নির্দিষ্ট করা হয়েছে। উত্তর কলকাতার দিক থেকে আসা সব গাড়িকে পার্ক করা হবে গণেশ চন্দ্র অ্যাভিনিউ-তে। দক্ষিণ কলকাতার দিক থেকে আসা গাড়িগুড়ির জন্য নির্ধারিত পার্কিং লট  খিদিরপুর ও হাজরা মোড়। হাওড়া থেকে আসা গাড়িগুলির জন্য কোণা এক্সপ্রেসওয়েতে থাকছে পার্কিংয়ের ব্যবস্থা। সেদিন ভিভিআইপি ছাড়া ছোট গাড়িতে কাউকে ব্রিগেডে আসতে বারণ করা হয়েছে।

এরসঙ্গেই সেদিন ব্রিগেডে জলের ট্যাঙ্ক ছাড়া আর কোনও খাবারের দোকান থাকছে না। আগুন জ্বেলে রান্নাও করা যাবে না। খাবার দোকান থাকবে রাস্তার ওপারে। মঞ্চের সামনে যাতে অধিক পরিমাণে প্রশস্ত জায়গা পাওয়া যায়, সেই জন্য মাঠের এক প্রান্তে ব্রিগেডের মঞ্চ তৈরি করা হচ্ছে। মঞ্চ হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে যে ঝরনা রয়েছে, তার সামনে। কেমন হচ্ছে মঞ্চ? জানা গিয়েছে মূল মঞ্চ ১২ ফুটের। সেটি আবার তিনটি ভাগে বিভক্ত। এখানেই বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও জাতীয় স্তরের নেতারা। থাকবেন রাজ্যের বিশিষ্ট নেতারাও। ডান দিকে থাকছে দুটি মঞ্চ। এই দুটি মঞ্চে থাকবেন জেলা সভাপতি, মন্ত্রী ও সাংসদরা।  আর বামদিকে দুটি মঞ্চ বরাদ্দ থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য।

আরও পড়ুন, ডেপুটি সুপারকে ফোন, এনআরএস নার্সিং স্কুলের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মানেকা গান্ধীর

এবারের ব্রিগেডে গোটা রাজ্য থেকে প্রচুর মানুষ আসতে পারেন বলে মনে করা হচ্ছে। আর সেদিকে তাকিয়েই সবাই যাতে শুনতে পান, সেজন্য হাজারটি মাইক বসানো হচ্ছে। ৭০০টি আয়রনের রড দিয়ে তৈরি হচ্ছে কাঠামো। থাকছে ওয়াচটাওয়ার। থাকবে এলইডি টিভি। ভিড় সামলানোর জন্য থাকবেন প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবক।

.