দমদম থেকে বিশেষ বিমানে আটকে পড়া ৬১জন বাংলাদেশি ফিরলেন দেশে

প্রসঙ্গত, চলতি মাসের ১ তারিখেই ৭০ জন বাংলাদেশিকে নিয়ে সে দেশের বিমান উড়ে গিয়েছিল দমদম বিমানবন্দর থেকে। সেদিন ছোট বিমান হওয়ায় সকল যাত্রীদের নিয়ে যাওয়া যায়নি। আজ বাকিদের নিয়ে যাওয়া হল।

Updated By: May 3, 2020, 04:49 PM IST
দমদম থেকে বিশেষ বিমানে আটকে পড়া ৬১জন বাংলাদেশি ফিরলেন দেশে

নিজস্ব প্রতিবেদন:  কলকাতায় আটকে পড়া প্রায় ৬১ জন বাংলাদেশি যাত্রীকে নিয়ে দমদম বিমানবন্দর থেকে বিশেষ বিমান উড়ে গেল বাংলাদেশের উদ্দেশে। পুরোপুরি চেকআপের পরেই যাত্রীরা বিমানে ওঠেন।
বিমানবন্দর সূত্রের খবর, বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারক্র্যাফট BG4030 আটকে পড়া যাত্রীদের নিয়ে দমদম থেকে বাংলাদেশের উদ্দেশ্যে উড়ে গেছে। প্রসঙ্গত, চলতি মাসের ১ তারিখেই ৭০ জন বাংলাদেশিকে নিয়ে সে দেশের বিমান উড়ে গিয়েছিল দমদম বিমানবন্দর থেকে। সেদিন ছোট বিমান হওয়ায় সকল যাত্রীদের নিয়ে যাওয়া যায়নি। আজ বাকিদের নিয়ে যাওয়া হল।

লকডাউনের আগে লুকিয়ে দেওরের সঙ্গে দেখা করতে এসেছিলেন বৌদি, আর ফিরতে পারেননি! মর্মান্তিক পরিণতি
অন্যদিকে, কলকাতায় কাজ করতে এসে আটকে পড়েছিলেন রাজস্থানের অনেক বাসিন্দা। রাজ‍্য পরিবহণ দফতর ও বড়বাজার থানার তরফে আজ তিনশো জনকে রাজস্থানে ফেরত পাঠানো হচ্ছে।

.