তৃতীয় লিঙ্গের মানুষদের করোনার চিকিৎসার জন্য এম আর বাঙ্গুরে ৬টি 'ডেডিকেটেড বেড'

"সব মানুষের কথা ভেবেই স্বাস্থ্যভবন কাজ করছে।"

Reported By: অর্ণবাংশু নিয়োগী | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Aug 7, 2020, 12:03 AM IST
তৃতীয় লিঙ্গের মানুষদের করোনার চিকিৎসার জন্য এম আর বাঙ্গুরে ৬টি 'ডেডিকেটেড বেড'
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন: তৃতীয় লিঙ্গের মানুষদের করানো আক্রান্ত হওয়ার বিষয়কে মাথায় রেখেই এবার এম আর বাঙ্গুর হাসপাতালে তাঁদের জন্য ৬টি বেড 'ডেডিকেটেড' করা হল। ওই ৬টি বেড শুধুমাত্র তৃতীয় লিঙ্গের মানুষদের চিকিৎসার জন্যই নির্দিষ্ট করা হয়েছে। রাজ্যের মধ্যে প্রথম এঘটনা। তৃতীয় লিঙ্গ মানুষদের করোনা চিকিৎসার জন্য এভাবে 'ডেডিকেটেড বেড' রাজ্যের মধ্যে একমাত্র এম আর বাঙ্গুর হাসপাতালই নির্দিষ্ট করল রাজ্যের স্বাস্থ্য দফতর। 

এম আর বাঙ্গুর হাসপাতাল সূত্রের খবর, হাসপাতালে ছটি বেড রয়েছে। তবে এই করোনা পর্বে গত চার মাসে এখনও পর্যন্ত একজন তৃতীয় লিঙ্গের মানুষ করোনা আক্রান্ত হয়ে পজেটিভ রিপোর্ট নিয়ে স্বাস্থ্য ভবন মারফত এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা করে সুস্থ হয়ে তিনি বাড়িও ফিরেছেন। আপাতত আর কোনও তৃতীয় লিঙ্গের মানুষ করোনা আক্রান্ত হয়ে এম আর বাঙ্গুরে এই মুহূর্তে ভর্তি নেই।

তবে তাঁদের জন্য বেডগুলি সংরক্ষিত আছে। হাসপাতাল সুপার শিশির নস্কর বলেন, "সব মানুষের কথা ভেবেই স্বাস্থ্যভবন কাজ করছে। আমরা নির্দেশ মত দায়িত্ব পালন করছি।"

আরও পড়ুন, করোনা মুক্তির পর ফের করোনা আক্রান্ত! সিটি ভ্যালু পদ্ধতিতে চিকিৎসার প্রস্তাব মেডিকেলের

.