Corona: এবার স্বাস্থ্য ভবনে করোনার হানা, কোভিড পজিটিভ ৫ অফিসার-সহ ৫০ কর্মী
জ্বরে পড়েছেন আরও বেশ কয়েকজন
নিজস্ব প্রতিবেদন: এবার স্বাস্থ্য ভবনে (Swastha Bhawan) করোনার (Corona) থাবা। কোভিড আক্রান্ত ৫ অফিসার-সহ কমপক্ষে ৫০ জন। জ্বরে পড়েছেন আরও বেশ কয়েকজন। এখনও তাঁদের করোনা (Corona) পরীক্ষার রিপোর্ট আসেনি।
ইতিমধ্যে কোভিড যোদ্ধাদের উপর থাবা বসিয়েছে করোনা (Corona)। আক্রান্ত কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ১০৭ জন। কলকাতার NRS হাসপাতালেও একশোর বেশি কোভিড পজিটিভ। জানা গিয়েছে কলকাতার ন্য়াশনাল মেডিক্যালে ১৮২ জনের করোনা (Corona) পরীক্ষা হয়। যাঁদের মধ্য়ে ১০৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এরা সকলেই আইসোলেশনে রয়েছেন। পাশাপাশি NRS হাসপাতালেও একশো জনের বেশি করোনা (Corona) পজিটিভ। যাঁদের মধ্যে রয়েছেন ৩৫ জনের বেশি নার্সিং স্টাফ। এছাড়া ইনটার্ন, হাউস স্টাফ মিলিয়ে শতাধিক করোনা আক্রান্ত। মঙ্গলবারই করোনা আক্রান্ত হন NRS হাসপাতালের প্রিন্সিপাল সৈবাল মুখোপাধ্য়ায়।
এছাড়া কলকাতা এবং রাজ্য পুলিসের পর কলকাতার CBI দফতরেও করোনা হানা দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১৩ জন অফিসারের উপর কোভিডের কোপ পড়েছে। সিজিও কমপ্লেক্স এবং নিজাম প্যালেস, দুই অফিসেই সংক্রমণ ছড়িয়েছে। বুধবার থেকেই অফিস স্যানিটাইজেশনের কাজ শুরু হবে। ৪০ শতাংশ কর্মী নিয়ে কাজ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন কলকাতা পুলিসের ১২১ জন। যাঁদের মধ্যে ৮ জন IPS অফিসার রয়েছেন। রাজ্য পুলিসে করোনা আক্রান্ত ৫ আইপিএস অফিসার-সহ ৭৬ জন।
আরও পড়ুন: Municipal Election: রাজ্যের ৪ পুর নিগমের ভোটে নিরাপত্তার দায়িত্ব কার হাতে, জানিয়ে দিল কমিশন
আরও পড়ুন: Covid 19 Positive: NRS, ন্যাশনাল মেডিক্যাল কলেজে শতাধিক করোনা আক্রান্ত, কলকাতার CBI দফতরে পজিটিভ ১৩