Group-D Recruitment: CBI-র দফতরে হাজিরা এড়ালেন শিক্ষা দফতরের ৪ আধিকারিক

মেল করে জানালেন গরহাজিরার কারণ। 

Updated By: Apr 2, 2022, 05:25 PM IST
Group-D Recruitment: CBI-র দফতরে হাজিরা এড়ালেন শিক্ষা দফতরের ৪ আধিকারিক

নিজস্ব প্রতিবেদন: SSC-র গ্রুপ ডি মামলায় সিবিআই (CBI) দফতরে হাজিরা এড়ালেন শিক্ষা দফতরের ৪ আধিকারিক। কেন? মেল করে জানালেন, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে মামলা চলছে। সেকারণে নিজাম প্যালেসে আসতে পারবেন না।

SSC-র গ্রুপ ডি পদে নিয়োগে (Group-D Recruitment) 'আকাশছোঁয়া দুর্নীতি'। মামলা চলছে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, স্কুলের বেআইনি নিয়োগে বেশিরভাগ ক্ষেত্রে SSC-র তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার নির্দেশেই কাজ হয়েছে। আদালতের কাছে তথ্য রয়েছে। এমনকী, হাইকোর্টের নির্দেশে সেদিন মাঝরাত পর্যন্ত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদও করেন সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন: 'অগ্নি ঘরের মেয়ে, সব সময় পাশে থাকবে'; সওয়াল মিঠুনের, পাল্টা দিলেন কুণাল

SSC-র গ্রুপ ডি মামলায় শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদের উপর স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন শিক্ষা দফতরের ৪ আধিকারিককে নোটিস পাঠায় CBI। নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী সচিব এস আচার্য, শিক্ষা দফতরের প্রাক্তন ডেপুটি ডিরেক্টর একে সরকার, প্রাক্তন OSD পিকে বন্দ্যোপাধ্য়ায় ও ল অফিসার টি পাঁজাকে। কিন্তু মেল করে হাজিরা এড়ালেন ৪ জনই।

আরও পড়ুন: Anubrata Mandal: হাতে মাত্র ৩ দিন, নিজাম প্যালেসে অনুব্রতকে তলব সিবিআইয়ের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.