স্বাস্থ্য দফতরে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতারণা চক্র, ২৪ ঘণ্টার খবরে পুলিসের জালে

Updated By: Aug 25, 2014, 11:55 PM IST
স্বাস্থ্য দফতরে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতারণা চক্র, ২৪ ঘণ্টার খবরে পুলিসের জালে

চব্বিশ ঘণ্টার উদ্যোগে পুলিসের জালে বিরাট প্রতারণা চক্র। স্বাস্থ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নামে বিধাননগরে  রমরমিয়ে চলছিল জালিয়াতির কারবার। খবর পেয়েই পৌছন চব্বিশ ঘণ্টার প্রতিনিধিরা। পুলিসকেও জানানো হয়। হাতেনাতে ৯ জনকে ধরে ফেলে বিধাননগর উত্তর থানার পুলিস।

সরকারি চাকরি চাই?  কয়েক হাজার টাকার বিনিময়ে স্বাস্থ্য দফতরেই মিলবে চাকরি , ট্রেনিং।  খোদ স্বাস্থ্য দফতরের অনুমতি নিয়েই চলছে সংস্থা।  ইন্টারনেটে এমন বিজ্ঞাপন দিয়েই ফাঁদ পেতেছিল  প্রতারকরা।  সঙ্গে বিধাননগরের ঝাঁ চকচকে অফিসের ছবি। বিজ্ঞাপন দেখে আরও অনেক বেকার যুবকের মতো  ফাঁদে পা দিয়েছিলেন মুর্শিদাবাদের হাফিজুল রহমান। তাঁর থেকে ওই সংস্থা নিয়েছিল ৩৫ হাজার টাকা।

এরপরেই হাফিজুল দ্বারস্থ হন ২৪ ঘণ্টার।  খবর পেয়েই সোমবার দুপুরে বিধাননগরের ইসি ব্লকের অফিসে পৌছে যান আমাদের প্রতিনিধিরা। ২৪ ঘণ্টার তরফেই পুলিসে জানানো হয় । খবর পেয়েই পৌছয় বিধাননগর উত্তর থানার  বিরাট পুলিস বাহিনী।

হাতেনাতে পুলিসের জালে ধরা পড়ে চক্রের মূল পাণ্ডা শুভঙ্কর দত্ত, অরূপ যশ সহ বাকিরা। বিধাননগরের অভিজাত এলাকায় ঝাঁ চকচকে অফিসের আড়ালে যে এমন প্রতারণা চক্র চলছে, আগে বোঝেননি কেউই!

 

.