২৪ ঘণ্টা অনন্য সাধারণ ডা: অরুণোদয় মণ্ডল
Updated By: Feb 24, 2015, 05:22 PM IST
শনিবার, ভোর সাড়ে ৫টা। বিরাটি স্টেশন থেকে হাসনাবাদ লোকালে ওঠেন এক পৌঢ়। সঙ্গে ওষুধের ব্যাগ। হাসনাবাদ থেকে ভ্যান রিকশায় নদী পর্যন্ত। নৌকোয় নদী পার হয়ে বাসে দেড় ঘণ্টার পথ লেবুখালি। আবার নৌকোয় রায়মঙ্গল নদী পার হয়ে দুলদুলির ঘাট। সেখান থেকে অটোতে সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের দায়পাড়ায় সুজন চিকিত্সা কেন্দ্র।
সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রামে তার জন্য প্রতি শনি ও রবিবার অপেক্ষা করে থাকেন দুশোরও বেশি গরীব মানুষ। তাদের টানেই আসেন অরুণোদয় মণ্ডল। হতদরিদ্র এই মানুষদের বিনামূল্যে চিকিত্সা ও ওষুধের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। গত ১৫ বছর ধরে চলছে এই যজ্ঞ। মানুষের আস্থা তার দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছে বলে জানালেন গরীব মানুষের 'সুজন' সুন্দরবনের ভূমিপুত্র ডাক্তার অরুণোদয় মণ্ডল।
২৪ ঘণ্টা অনন্য সম্মানে সম্মানিত ডাক্তার অরুণোদয় মণ্ডল।