২১ জুলাই মামলার রায় শীঘ্রই, জানাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ
একুশে জুলাই কমিশনে তিন আইপিএস অফিসার সাক্ষ্য দিতে যাবেন কি না, সে বিষয়ে যত শিগগির সম্ভব চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। জানিয়েছে বিচারপতি প্রণব চট্যোপাধ্যায়ের ডিভিসন বেঞ্চ।
কলকাতা: একুশে জুলাই কমিশনে তিন আইপিএস অফিসার সাক্ষ্য দিতে যাবেন কি না, সে বিষয়ে যত শিগগির সম্ভব চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। জানিয়েছে বিচারপতি প্রণব চট্যোপাধ্যায়ের ডিভিসন বেঞ্চ।
উনিশো বিরানব্বই সালে ব্রেবোর্ন রোডে পুলিশের গুলিতে তেরো জন প্রান হারান। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে একুশে জুলাই কমিশনের বিচারপতি দায়িত্বে থাকা তিন পুলিশ আধিকারিককে ডেকে পাঠান। সাক্ষ্য দিতে যাবেন না বলে হাইকোর্টের দ্বারস্থ হন ওই তিন অফিসার। এনিয়ে মামলা চলায় তদন্ত রিপোর্ট জমা দিতে পারেনি একুশে জুলাই কমিশন। এই মামলায় সব পক্ষের চূড়ান্ত তথ্য আদালতে জমা পড়ার পর সোমবার প্রনব চট্টোপাধ্যেয়ের ডিভিসন বেঞ্চ আশা প্রকাশ করেন, শিগগরিই মামলার নিষ্পত্তি করা হবে।