এগিয়ে আসতে পারে বিধানসভা ভোট, প্রস্তুতি নিচ্ছে বিজেপি!

 মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভোট এগিয়ে নিয়ে আসবে। এমই আশঙ্কা রাজ্য বিজেপির।

Updated By: Jul 15, 2019, 05:25 PM IST
এগিয়ে আসতে পারে বিধানসভা ভোট, প্রস্তুতি নিচ্ছে বিজেপি!

নিজস্ব প্রতিবেদন:  মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভোট এগিয়ে নিয়ে আসবে। এমই আশঙ্কা রাজ্য বিজেপির।

 

এমন পরিস্থিতিতে বিধানসভা ভোট হলে কীভাবে তার মোকাবিলা  করা হবে, তারই প্রস্তুতি নিচ্ছে বিজেপি।

বিজেপির মুখপাত্র ও সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জানান, “লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের গুঁতো খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেশহারা। কখনও  কংগ্রেস ও সিপিএমের সঙ্গে জোট বাঁধার চেষ্টা করছেন।  কখনও প্রশান্ত কিশোরকে নিয়ে এসে বাংলার  রাজনীতি  দীশা খোঁজার চেষ্টা করছেন।”

মেট্রো দুর্ঘটনার তদন্তে CRS, সিট গঠন করল পুলিস

জয়প্রকাশ মজুমদার বলেন,  “১৯৯১ সালে  জ্যোতি বসু বিধানসভা নির্বাচন ১ বছর এগিয়ে নিয়ে  এসেছিলেন।  মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই পথ নিতে পারেন।  বিজেপির দাবি, যত দিন যাবে, তত কাঠমানি ইস্যু ও দুর্নীতির  প্রশ্ন  তাঁর বিরুদ্ধে বড় আকার নেবে। সেই সুযোগ তিনি বিজেপিকে দিতে চাইছেন না।  

একইসঙ্গে রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর সায়ন্তনের হুঁশিয়ারি, 'তৃণমূলের মনে রাখা উচিত, এক মাঘে শীত যায় না। আমাদের সঙ্গে যে ব্যবহার তারা করবে ঠিক সেই ব্যবহারই ফেরত পাবে। প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া থাকে। আমরা তৃণমূলের সাংসদ - বিধায়কদের ধমকাতে শুরু করলে ২৯৪ জন বিধায়কের মধ্যে ৯৪ জনও তৃণমূলে থাকবেন না। ২২ জন সাংসদের ২ জন তৃণমূলে থাকবেন কি না সন্দেহ।' এই সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে দিতে চায় না। তাই তারই মোকাবিলা করতে বিভিন্ন রকমভাবে প্রস্তুতি নিচ্ছে বিজেপি।

.