Saltlake: গাড়ি চালানো শিখতে গিয়ে ফের দুর্ঘটনা, বৃদ্ধার মৃত্যু

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১।

Updated By: Jan 24, 2022, 12:38 AM IST
Saltlake: গাড়ি চালানো শিখতে গিয়ে ফের দুর্ঘটনা, বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। গাড়ির চালানো (Driving) শিখতে গিয়ে ফের দুর্ঘটনা ঘটল শহরে। প্রাণ গেল বৃদ্ধার, গুরুতর আহত  আরও ১। ঘাতক গাড়ি ও চালককে আটক করল পুলিস। যাদবপুরের এবার সল্টলেক।

পুলিস সূত্রে খবর, এদিন দুপুরে সল্টলেকের এস এ ব্লকে গাড়ি চালানো শিখছিলেন এক মহিলা। তখনও কোনও কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারান তিনি। তারপর? রাস্তার ধারে স্কুটিতে বসেছিলেন ডেলিভারি বয়। প্রথমে তাঁকেই ধাক্কার মারে গাড়িটি। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাননি পথ চলতি এক বৃদ্ধাও। পরপর দু'জনকে ধাক্কা গাড়ি উঠে যায় ডিভাইডারে।

আরও পড়ুন:Jadavpur Car Accident: যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত ১, মত্ত চালকের ৭ দিন পুলিস হেফাজতের নির্দেশ

এদিকে ততক্ষণে বিকট শব্দে শুনে ঘটনাস্থলে ভিড় করেছেন আশেপাশের লোকজন। গুরুতর আহত অবস্থায় ডেলিভারি বয় ও বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরা। কিন্তু শেষরক্ষা হয়নি। সন্ধেবেলায় হাসপাতালে মারা যান ওই বৃদ্ধা। গাড়িটি তো বটেই, যিনি চালকের আসনে ছিলেন, সেই মহিলাকেও আটক করেছে পূর্ব বিধাননগর থানার পুলিস।

আরও পড়ুন:Ritesh Tiwari: পার্টিতে দখলদারি চলছে, শোকজ নোটিস পেয়ে তত্কাল নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক রীতেশ তিওয়ারি

এদিকে শনিবার রাতে দুর্ঘটনা ঘটেছে যাদবপুরের বাপুজিনগরেও। বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। গুরুতর আহত ৬। বছর তেরোর এক বালিকার শারীরিক অবস্থা রীতিমতো সংকটজনক। পুলিস সূত্রে খবর, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন লেক গার্ডেন্সের বাসিন্দা রাহুল বন্দ্যোপাধ্যায়। গ্রেফতার করা হয়েছে তাঁকে। ধৃতকে ২৯ জানুয়ারি পর্যন্ত পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.