নকল দলিল বানিয়ে জমি হস্তান্তর, নিউটাউনে ধৃত ২
নকল দলিল বানিয়ে রাজারহাট ব্লক ভূমি রাজস্ব দফতরের অফিসে মিউটেশনের জন্য আবেদন করেছিল একটি কম্পানি। বিএলআরও অফিসের-ই কি কেউ এই ঘটনার সঙ্গে জড়িত?
নিজস্ব প্রতিবেদন : জমি জালিয়াতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হল ২ জনকে। ধৃতদের নাম অর্ণব বসু ও অলোক কুমার বাজোরিয়া।
গত বছর সেপ্টেম্বর মাসে রাজারহাটের বিএলআরও তথাগত মুখার্জির কাছে নিউটাউনের চকপাচুরিয়ার বাসিন্দারা অভিযোগ করেন, তাদের জমির মালিকানা হস্তান্তর হয়ে গিয়েছে কোনও এক কম্পানির নামে। সেই অভিযোগ খতিয়ে দেখে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন রাজারহাটের বিএলআরও।
আরও পড়ুন, বাড়ির পাশের পুকুরে মিলল ৪ বছরের শিশুর বস্তাবন্দি দেহ
তারপরই ঘটনার তদন্তে নামে নিউটাউন থানার পুলিশ। তদন্তে উঠে আসে একটি কম্পানির নাম। অভিযোগ , ওই কম্পানি নকল দলিল বানিয়ে রাজারহাট ব্লক ভূমি রাজস্ব দফতরের অফিসে মিউটেশনের জন্য আবেদন করেছিল।
আরও পড়ুন, বাবাকে শ্বাসরোধ করে খুন করে আত্মসমর্পণ ছেলের
ঘটনার তদন্তে নেমে বাজোরিয়া কম্পানির নাম উঠে আসে। এরপরই শুক্রবার রাতে বাজোরিয়া কম্পানির অর্ণব বসু ও অলোক কুমার বাজোরিয়াকে গ্রেফতার করে পুলিস। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জমি জালিয়াতি চক্রে আর কারা কারা জড়িত রয়েছে, তার খোঁজ চালাচ্ছে পুলিস।
আরও পড়ুন, খড়দহ ‘গণধর্ষণ’কাণ্ড: স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক! অভিযুক্তের বয়ানে নয়া মোড়
কীভাবে জমির মালিকদের অনুমতি ছাড়া অন্যের নামে জমি হস্তান্তর হয়ে যাচ্ছে, তা নিয়ে চিন্তায় এলাকার বাসিন্দারা। তবে কি রাজারহাট বিএলআরও অফিসের-ই কেউ এই ঘটনার সঙ্গে জড়িত? উঠছে সেই প্রশ্নও। সব সম্ভাবনা খতিয়ে দেখিয়েই তদন্ত শুরু করেছে পুলিস।