এপ্রিলেই ১০২ পুরসভায় ভোট, ১২ এপ্রিল কলকাতা ও হাওড়ায়?

কলকাতা ও হাওড়ার ভোট রমজান মাসের আগে হলেও, বাকি পুরসভাগুলিতে ভোট হবে রমজান মাসে।

Reported By: সুতপা সেন | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Feb 19, 2020, 10:26 AM IST
এপ্রিলেই ১০২ পুরসভায় ভোট, ১২ এপ্রিল কলকাতা ও হাওড়ায়?

নিজস্ব প্রতিবেদন : এপ্রিলেই পুরভোট। এমনটাই চাইছে রাজ্য সরকার। ১২ এপ্রিল কলকাতা ও হাওড়া, এই দুই পুরসভার ভোট করতে চায় রাজ্য সরকার। আর ওই দুই পুরসভা বাদে, বাকি পুরসভাগুলিতে ২৬ বা ২৭ এপ্রিল ভোট করতে চায় সরকার। তবে তার মধ্যে থাকছে না ব্যারাকপুর, সল্টলেক ও আসানসোল পুরসভা।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন চিঠি দিয়ে রাজ্যের নগরোন্নয়ন দফতরের কাছে দিনক্ষণ চেয়ে পাঠাবে। নবান্ন সূত্রে খবর, তখন এই দুটি দিনের কথা কমিশনকে জানাবে রাজ্য। অর্থাৎ, রাজ্যের প্রস্তাব অনুযায়ী কলকাতা ও হাওড়ার ভোট রমজান মাসের আগে হলেও, বাকি পুরসভাগুলিতে ভোট হবে রমজান মাসে।

মোট ১০২টি পুরসভায় ভোট হবে এপ্রিলে। এখন ব্যারাকপুর কর্পোরেশন হয়ে যাবে, সেই কারণে ব্যারাকপুরের মোট ৮টি পুরসভার এখন ভোট হচ্ছে না। ব্যারাকপুর কর্পোরেশন হবে যে আটটি পুরসভা নিয়ে সেগুলি হল-

টিটাগড়
ব্যারাকপুর
উত্তর ব্যারাকপুর
ভাটপাড়া
নৈহাটি
হালিশহর
কাচরাপাড়া
গারুলিয়া

আরও পড়ুন, 'ফিরে এসে শুটিং শুরু করব', শেষ ফোনে চন্দননগরের বাল্যবন্ধুকে বলেছিলেন তাপস

আরও পড়ুন, 'দাদার কীর্তি' করে টাকা পাননি, কাগজে মুখ ঢেকে লোকাল ট্রেনে যাতায়াত করতেন নায়ক তাপস

অন্যদিকে, সল্টলেক ও আসানসোলেও ভোট হবে পুজোর পর। কারণ এদের মেয়াদ অক্টোবর পর্যন্ত। সল্টলেক ও আসানসোল, এই দুটি পুরসভার মেয়াদ শেষ হচ্ছে ১৬ অক্টোবর ২০২০তে। তাই ওই দুটি পুরসভার ভোট হবে পুজোর পর।

.