Partha Chatterjee: প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ ১০ জনকে চাকরি, হাইকোর্টে দাবি মামলাকারীর
Partha Chatterjee: শুক্রবার কলকাতা হাইকোর্টে একটি পিটিশন জমা পড়ে। সেখানে মামলাকারী দাবি করেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীর নিরাপত্তারক্ষীর ১০ জন আত্নীয় চাকরি পেয়েছেন। চাকরি পাওয়া ব্যক্তিদের নামও পিটিশনে তুলে ধরা হয়েছে।
![Partha Chatterjee: প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ ১০ জনকে চাকরি, হাইকোর্টে দাবি মামলাকারীর Partha Chatterjee: প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ ১০ জনকে চাকরি, হাইকোর্টে দাবি মামলাকারীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/22/383153-parthcalcuttahigh.jpg)
অর্ণবাংশু নিয়োগী: নিয়োগ মামলায় আরও বিপাকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee)। একদিকে তাঁর বাড়িতে তল্লাশিতে গিয়েছে ইডি। এরই মধ্য়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নামে কলকাতা হাইকোর্টে নয়া অভিযোগ করলেন মামলাকারী। তাঁর দাবি, বেআইনি ভাবে চাকরি পেয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ ১০ জন। এরা সকলেই তাঁর নিরাপত্তারক্ষীর আত্মীয়।
শুক্রবার কলকাতা হাইকোর্টে একটি পিটিশন জমা পড়ে। সেখানে মামলাকারী দাবি করেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীর নিরাপত্তারক্ষীর ১০ জন আত্নীয় চাকরি পেয়েছেন। চাকরি পাওয়া ব্যক্তিদের নামও পিটিশনে তুলে ধরা হয়েছে।
কারা কারা চাকরি পেয়েছেন?
মামলাকারীর অভিযোগ চাকরি পাওয়া ১০ জন হলেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীর নিরাপত্তারক্ষীর দুই ভাই বংশীলাল মণ্ডল ও দেবগোপাল মণ্ডল, স্ত্রী রিনা মণ্ডল, জামাই অরূপ ভৌমিক। এছাড়া তাঁর অন্যান্য আত্মীয় অঞ্জনা মণ্ডল, গায়েত্রী মণ্ডল, পূর্ণা মণ্ডল , বিশ্বদেব মণ্ডল, অমলেশ রায় এবং সোমনাথ পণ্ডিতও চাকরি পেয়েছেন বলে মামলাকারীর অভিযোগ।
এসএসসি দুর্নীতি মামলায় শুক্রবার সকালে নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের (Partha chatterjee) বাড়িতে যায় ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (paresh Adhikari) বাড়িতেও যান তদন্তকারীরা।