ম-এর গন্ধে মায়াময় প্রীতির দল

ম-এর গন্ধে মায়াময় প্রীতির দল

ম-এর গন্ধে মায়াময় প্রীতির দল----------------------------------------------
ম্যাক্সওয়েল আর মিলার। এই দুই ম-এ ভর করে আইপিএলের প্রথম সপ্তাহে সুপারহিট প্রীতি জিন্টার কিংস ইবেভেন পঞ্জাব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছাড়া বড় দলেরা যখন শুরুতেই হোঁচট খেয়ে পড়ছে,তখন প্রীতির দল একেবারে মাতিয়ে দিচ্ছে।

প্রথম ম্যাচে হট ফেভারিট ধোনির দলের বিরুদ্ধে ২০৫ রান তাড়া করে দু ওভার বাকি থাকতে জয় ছিনিয়ে আনে কিংস ইলেভেন পঞ্জাব। তারপর গতকাল, রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৯৫ রান তাড়া করে জয়। দুটি জয়ের পিছনেই ম্যাক্সওয়েলের দুরন্ত ব্যাটিং। গত আইপিএলে রেকর্ড দামে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ম্যাক্সওয়েলকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ন্স। কিন্তু সেভাবে ব্যবহার না করতে পারায় ম্যাক্সওয়েলকে নিলামের জন্য ছেড়ে দেয় মুম্বই। সেই সুযোগ দু হাতে কাজে লাগায় প্রীতির দল।

প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাক্সওয়েল করেন ৪৩ বলে ৯৫ রান। দ্বিতীয় ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে করেন ৪৫ বলে ৮৯ রান। দু ম্যাচ মিলিয়ে ৮৮ বলে ১৮৪ রান। অবিশ্বাস্য স্ট্রাইক রেট।

First Published: Monday, April 21, 2014, 09:51


comments powered by Disqus