ধোনি ধ্যানে চেন্নাই, হারের পরে জেতার স্বাদ পেল রায়নারা

ধোনি ধ্যানে চেন্নাই, হারের পরে জেতার স্বাদ পেল রায়নারা

ধোনি ধ্যানে চেন্নাই, হারের পরে জেতার স্বাদ পেল রায়নারাচেন্নাই এক কথায় ধুয়ে দিল দিল্লিকে। প্রথম ম্যাচে হেরে মিস্টার কুল কুলফি হয়ে গিয়েছিল, কিন্তু ১৫ বলে ৩২ রান সঙ্গে অনবদ্য অধিনায়কত্বে বরফ গলে জল। ধুয়ে গেল দিল্লি আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।

টসে জিতে চেন্নাই প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। স্মিথের শুরুটা ভাল ছিল। কিন্তু রায়না ও দু প্লেসিসর অনবদ্য জুটিতে রানের পারদ চড়তে থাকে। রায়না ৪১ বলে ৫৬ রান করে। এই মাঠে রায়নার ৪০ রানের ভাল ইনিংসের দলিল রয়েছে। শেষে অধিনায়কের প্যাকেজিং ইনিংস। ধোনি মাত্র ১৫ বলে ৩২ রান করেন।

১৭৭ রানের জবাবে দিল্লির প্রথম থেকেই খুঁটি নড়বড়ে থাকে। দুই, তিন, চার পরস্পর ওভারে উইকেট পরে দিল্লির মেরুদন্ড নুইয়ে পড়ে। মাত্র ৮৪ রানে শামুকের খোলের মধ্যে ঢুকে পড়ে কার্তিকবাহিনী।

First Published: Tuesday, April 22, 2014, 10:23


comments powered by Disqus