Last Updated: May 17, 2013 18:39
কোটি টাকা দিয়ে কোটি মানুষের আবেগ চুরি করল শ্রীসন্থরা। এই জমকালো আইপিএলে টাকাই মুখ্য। তবে বিনোদনের মাঝে যত্সামান্য খেলা যদি বেঁচে থাকে, সেই খেলাকেও উপভোগ করছেন কিংবদন্তি খেলোয়াড় সচিন ও দ্রাবিড়রা। মাঠের বাইরে কপিল, গাভাসকার, শ্রীকান্ত থেকে শুরু করে কুম্বলে, লক্ষ্মনরাও ভরপুরসে উত্সাহ দিচ্ছেন। একসময় এঁরা তো ভারতীয় ক্রিকেটের স্বর্ণযুগ তৈরি করেছেন। আজ ভারতের উর্ত্তি খেলোয়াড়রা আইপিএলের মানি-নারীতে এতটাই মজেছেন, যে খুব সহজেই ভারতীয় ক্রিকেটের ঐতিহ্যকে কালিমালিপ্ত করছেন। আইপিএলের সাইড এফেক্ট কী ভারতীয় ক্রিকেট ধর্মকে কোথাও ব্যাঘাত করছে, আপনার মূল্যবান মতামত আমাদের কে জানান।
First Published: Friday, May 17, 2013, 18:42