Covid 19: তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে বিশ্ব, জানিয়ে দিলেন WHO প্রধান

'দুর্ভাগ্যবশত..আমরা বর্তমানে তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছি।

Updated By: Jul 15, 2021, 01:31 PM IST
Covid 19: তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে বিশ্ব, জানিয়ে দিলেন WHO প্রধান

নিজস্ব প্রতিবেদন: কোভিডের তৃতীয় ঢেউয়ের (Corona Third Wave) প্রাথমিক পর্যায় উপস্থিত হয়েছে গোটা বিশ্বে। বৃহস্পতিবার সাফ জানিয়ে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান টেডরস আধানোম ঘেব্রিয়েসাস। তিনি বলেন, 'দুর্ভাগ্যবশত..আমরা বর্তমানে তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে (Early Stages) রয়েছি।' বুধবারই ডেল্টা প্রজাতির সংক্রমণ (Delta Variant) নিয়ে উদ্বেগ প্রকাশ করেন হু প্রধান। 

টেডরস বলেন, গত চার সপ্তাহ ধরে বিশ্বে ফের কোভিড সংক্রমণ ফের বাড়ছে। ১০ সপ্তাহ কমার পর গত চার সপ্তাহ ধরে লাগাতার ঊর্ধ্বমুখী সংক্রমণের হার। অবশেষে বৃহস্পতিবার থার্ড ওয়েভের প্রাথমিক পর্যায় ঘোষণা করে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুন: ঈদকে সামনে রেখে লকডাউন উঠল বাংলাদেশে, রেকর্ড সংক্রমণের আশঙ্কায় বিশেষজ্ঞরা

হু প্রধানের মতে, এই পরিস্থিতিতে কোনওভাবে রাশ আলগা করলেই বিপদ। কোনও অবস্থাতেই এখন নিষেধাজ্ঞা শিথিল করা উচিত নয়। তথ্য বলছে, গত সপ্তাহে বিশ্বজুড়ে করোনায় মৃত্য়ুর হার বেড়েছে প্রায় ৩ শতাংশ। সংক্রণের হার বেড়েছে প্রায় ১০ শতাংশ। 

আরও পড়ুন: চিনকে শায়েস্তা করতে দ্রব্য আমদানিতে নিষেধাজ্ঞা আমেরিকার, বিল পাস সেনেটে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.