করোনা রুখতে ১০০ শতাংশ সক্ষম, এমন অব্যর্থ ‘অস্ত্র’-এর খোঁজ পেলেন বিজ্ঞানীরা!

করোনাভাইরাসকে ১০০ শতাংশই রুখতে সক্ষম, এমন অ্যান্টিবডির খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা!

Edited By: সুদীপ দে | Updated By: May 18, 2020, 08:23 PM IST
করোনা রুখতে ১০০ শতাংশ সক্ষম, এমন অব্যর্থ ‘অস্ত্র’-এর খোঁজ পেলেন বিজ্ঞানীরা!

নিজস্ব প্রতিবেদন: করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রতিষেধক তৈরির ক্ষেত্রে সাফল্যের খুব কাছাকাছি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলের জন্য অপেক্ষায় রয়েছে নামী ফার্মাসিউটিক্যাল সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। করোনার প্রতিষেধক তৈরির দাবি করেছে বিশ্বের অন্যতম সিগারেট প্রস্তুতকারী সংস্থা ব্রিটিশ আমেরিকান টোবাকো। সব মিলিয়ে করোনা রুখতে জোর কদমে চেষ্টা চালাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীরা। ধাপে ধাপে সাফলের দিকে এগোচ্ছেনও তাঁরা। এরই মধ্যে করোনাভাইরাসকে ১০০ শতাংশই রুখতে সক্ষম, এমন অ্যান্টিবডির খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা!

সম্প্রতি সোরেন্টো থেরাপিউটিক্স (Sorrento Therapeutics) নামের মার্কিন বায়োটেকনোলজি সংস্থার বিজ্ঞানীরা দাবি করেছেন, করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার ১০০ শতাংশই রুখতে সক্ষম হয়েছে এই অ্যান্টিবডি। পরীক্ষাগারে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁরা এই অ্যান্টিবডিকে করোনা রোখার ক্ষেত্রে ১০০ শতাংশ সফল অব্যর্থ ‘অস্ত্র’ বলেই ব্যাখ্যা করেছেন। করোনা প্রতিরোধী এই অ্যান্টিবডির নাম STI-1499। মাস খানেক ধরে করোনার বিরুদ্ধে ডজন খানেক অ্যান্টিবডিকে পরীক্ষা করে দেখার পর বিজ্ঞানীরা STI-1499 অ্যান্টিবডির ১০০ শতাংশ COVID-19 রোধী ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হয়েছেন বলে দাবি করেছেন।

সংস্থার কর্ণধার হেনরি জি জানান, STI-1499 অ্যান্টিবডি করোনা চিকিৎসার ক্ষেত্রে আশাতীত সম্ভাবনা তৈরি করেছে। প্রয়োজনীয় ওষুধ নিয়ন্ত্রক বোর্ডের ছাড়পত্র পেলে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে পারে। সংস্থা এই STI-1499 অ্যান্টিবডিকে কাজে লাগিয়ে এমন ওষুধ তৈরি করতে চাইছে যা করোনার বিরুদ্ধে সুরক্ষার ঢাল তৈরির পাশাপাশি ভাইরাসের পরিবর্তিত চরিত্রের গঠন বুঝে তাকে নিষ্ক্রিয় করতে সাহায্য করবে।

আরও পড়ুন: করোনার টিকা তৈরি করল বিশ্বের অন্যতম সিগারেট প্রস্তুতকারী সংস্থা! প্রস্তুত পরীক্ষার জন্য

সোরেন্টো থেরাপিউটিক্সের বিজ্ঞানীদের দাবি, ‘কোভিড শিল্ড’ তৈরির ক্ষেত্রে একাধিক করোনা-রোধী অ্যান্টিবডির সঙ্গে STI-1499 অ্যান্টিবডিকেও কাজে লাগাবেন তাঁরা। এর পাশাপাশি একক ভাবেও করোনা চিকিৎসার ক্ষেত্রে STI-1499 অ্যান্টিবডিকে প্রয়োগ করতে চান সংস্থার বিজ্ঞানীরা।

.