Black Fungus-য়ে আক্রান্ত হচ্ছে এবার বাচ্চারা, অবস্থা আশঙ্কাজনক

স্বাস্থ্য দফতর থেকে জানান হয়েছে, ইতিমধ্যে রাজ্যে  আক্রান্ত হয়েছে ১২৫০ জন। যার মধ্যে ১,১৯৩ জন চিকিৎসাধীন রয়েছে। ১৮ জনকে সুস্থ করা সম্ভব হয়েছে। প্রাণ হারিয়েছেন ৩৯ জন। 

Updated By: May 31, 2021, 10:35 AM IST
Black Fungus-য়ে আক্রান্ত হচ্ছে এবার বাচ্চারা, অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদন: Mucormycosis-য়ে এবার আক্রান্ত  হচ্ছে ছোটরা। যা স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে প্রথম। এতদিন ধরে মূলত ডায়াবেটিসের রোগী ও কোভিড আক্রান্তদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের হদিশ মিলেছে। যাঁদের বয়স ৩০ এর ঊর্ধ্বে।  

আক্রান্ত দুজনই কর্ণাটকের গ্রামের বাসিন্দা। একজন বালারি জেলার ১১ বছরের মেয়ে, অন্যজন চিত্রাদূর্গা জেলার ১২ বছরের ছেলে। দুজনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। 

আরও পড়ুন: Corona Update: দেশে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা সর্বনিম্ম, এপ্রিলের পর এই প্রথম!

জানা গিয়েছে, দুজনই  COVID-19-য়ে আক্রান্ত হয়েছিল। তারপর অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাদের। স্বাস্থ্য মন্ত্রকের এক উচ্চ আধিকারিক জানিয়েছেন, তারা  Bowring এবং Lady Curzon Hospitals ভর্তি। তাঁদের শরীরে  Acute Juvenile Diabetes (AJD) রয়েছে। 

স্বাস্থ্য দফতর থেকে জানান হয়েছে, ইতিমধ্যে রাজ্যে  আক্রান্ত হয়েছে ১২৫০ জন। যার মধ্যে ১,১৯৩ জন চিকিৎসাধীন রয়েছে। ১৮ জনকে সুস্থ করা সম্ভব হয়েছে। প্রাণ হারিয়েছেন ৩৯ জন। 

আরও পড়ুন: ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ও সন্দেহভাজন আক্রান্ত মিলিয়ে রাজ্যে সংখ্যাটা এবার ৫০ ছাড়াল!
 

কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী K Sudhakar জানিয়েছেন, কেন্দ্রের কাছ থেকে  রাজ্য হাতে পেয়েছে ১০,০০০ amphotericin-B ওষুধ। সরকারি হাসপাতালে বিনামূল্যে Mucormycosis(Black Fungus)-র চিকিৎসা করা হচ্ছে।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.