ডেঙ্গি থেকে বাঁচানো ছাড়াও তুলসীর ৫ গুণ

বাড়িতে তুলসী গাছ রয়েছে নিশ্চয়ই। সকাল সন্ধে আপনি না হোক আপনার মা নিশ্চয়ই একবার ধূপ-ধুনো দেন। কিন্তু তুলসী গাছ যে শুধুই ভক্তি করার জিনিস নয়। তুলসী গাছ বা তুলসী পাতা যে মানুষের অনেক উপকারেও লাগে। রোজ দু-চারটে পাতা আপনাকে সুস্থ থাকতে অনেকভাবে সাহায্য করে। এক ঝলকে জেনে নিন, তুলসী পাতা কীভাবে আপনার উপকারে আসে।

Updated By: Nov 23, 2015, 10:39 AM IST
ডেঙ্গি থেকে বাঁচানো ছাড়াও তুলসীর ৫ গুণ

ওয়েব ডেস্ক: বাড়িতে তুলসী গাছ রয়েছে নিশ্চয়ই। সকাল সন্ধে আপনি না হোক আপনার মা নিশ্চয়ই একবার ধূপ-ধুনো দেন। কিন্তু তুলসী গাছ যে শুধুই ভক্তি করার জিনিস নয়। তুলসী গাছ বা তুলসী পাতা যে মানুষের অনেক উপকারেও লাগে। রোজ দু-চারটে পাতা আপনাকে সুস্থ থাকতে অনেকভাবে সাহায্য করে। এক ঝলকে জেনে নিন, তুলসী পাতা কীভাবে আপনার উপকারে আসে।

১) তুলসী পাতার রস খেলে জ্বর কমে যাবে সঙ্গে সঙ্গে। বাড়ির কারও জ্বর হয়েছে। হাতের কাছে ওষুধ নেই। খুব চিন্তা না করে তাঁকে একটু তুলসী পাতার রস খাইয়ে দিন। ফল পাবেন।

২) শহরে ডেঙ্গির প্রকোপ বাড়ছে। তুলসী পাতার রস ডেঙ্গি এবং ম্যালেরিয়ার প্রতিষেধক হিসেবে কাজ করে।

৩) দাদ, হাজা এবং অনেক রকমের ত্বকের রোগ সারাতে তুলসী পাতার কোনও জুড়ি নেই।

৪) পেট খারাপ হলে তুলসী পাতার রস খুবই দরকারের। সকালবেলা খালি পেটে তুলসী পাতার রস খেলে পেটের রোগ থাকবে না।

৫) তুলসী পাতা খেলে আপনাকে ডায়াবেটিসের হাত থেকে বাঁচায়। তাই বাড়িতে অবশ্যই রাখুন তুলসী গাছ। আপনাকে সুস্থ রাখবে।

.