ওষুধ নয়, মুখের ক্যানসারের ক্ষত সেরে যাবে এটা খেলেই

প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেটস, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাংগাল উপাদান থাকায়, আমাদের শরীরের জন্য মধু খুবই উপকারী। মধুর অনেক গুণাগুণের কথাই তো আমার জানি। কিন্তু এটা কি জানেন, মধু ওরাল ক্যানসার বা মুখের ক্যানসারও অনায়াসে সারিয়ে দিতে পারে? পাক তন্ত্রজনিত সমস্যা, আলসার, কফ, গলার সংক্রমণ এবন যেমন মধু সারিয়ে দিতে পারে, তেমনই কিছু ধরণের ক্যানসার এবং হৃদরোগও সেরে যায় মধু থেকে।

Updated By: Nov 30, 2016, 04:58 PM IST
ওষুধ নয়, মুখের ক্যানসারের ক্ষত সেরে যাবে এটা খেলেই

ওয়েব ডেস্ক: প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেটস, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাংগাল উপাদান থাকায়, আমাদের শরীরের জন্য মধু খুবই উপকারী। মধুর অনেক গুণাগুণের কথাই তো আমার জানি। কিন্তু এটা কি জানেন, মধু ওরাল ক্যানসার বা মুখের ক্যানসারও অনায়াসে সারিয়ে দিতে পারে? পাক তন্ত্রজনিত সমস্যা, আলসার, কফ, গলার সংক্রমণ এবন যেমন মধু সারিয়ে দিতে পারে, তেমনই কিছু ধরণের ক্যানসার এবং হৃদরোগও সেরে যায় মধু থেকে।

আরও পড়ুন নিয়মিত মধু খেলে কী হয় জানেন?

কাটা, ছড়া, ঘা প্রভৃতি সারাতে অ্যান্টি সেপটিক হিসেবে মধু ব্যবহৃত হয়। ত্বকের জন্যেও মধু খুবই উপকারী। ব্রন, অ্যাকনে প্রতিরোধ করে, এবং ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। তবে এসবের থেকেও মধুর উপকারিতা খুঁজে পেয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা। মুখের ক্যানসারের ক্ষত সারাতেও মধু কাজ দেয়।

আরও পড়ুন ক্যানসার প্রতিরোধে রসুনের আশ্চর্য কেরামতি

আইআইটি খড়গপুরের কেমিক্যাল ইঞ্জিনিয়ার, বায়ো টেকনোলজিস্ট এবং চিকিত্‌সকেরা জানিয়েছেন, কীভাবে মধু দিয়েই মুখের ক্যানসারের ক্ষত অনায়াসেই সারিয়ে ফেলা যায়। তাঁরা জানিয়েছে, মধু দিয়ে শুধুমাত্র খুব তাড়াতাড়িই মুখের ক্যানসারের ক্ষত সারিয়ে ফেলা যায় তাই নয়, মধু মুখের অন্যত্র সেই ক্ষত ছড়িয়েও পড়তে দেয় না।

মনিকা, এক গবেষক, তিনি জানাচ্ছেন, মধু সবসময়ই খুব ভালো ক্ষত সারানোর উপাদান। অ্যান্টি ক্যানসার, অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান প্রচুর পরিমানে রয়েছে এতে। অন্য আর এক গবেষক নন্দিনী ভান্ডারু জানাচ্ছেন, মুখের ক্যানসারের জন্য অনেক রোগীকেই অপারেশন করাতে হয়। ক্ষতিগ্রস্থ জায়গাটাকে অপারেশন করে বাদ দেওয়া হয়। অপারেশন করার পরে জায়গাটিকে একটি ক্ষত তৈরি হয়। যেখানে ক্যানসারের কিছু কোষ থেকেই যায়। যার ফলে আশঙ্কা থাকে, ওই কোষ থেকে ফের ক্যানসার হওয়ার। তাঁদের আবিস্কৃত নতুন প্রযুক্তিই রোগীদের সেই ক্ষত সারাতে সাহায্য করে।

আরও পড়ুন শুধু মদ্যপানই নয়, জানুন আর কোন কোন কারণে আমাদের লিভারের অসুখ হয়

.