Covid 19: দেশে আবার কমল সংক্রমণ; নতুন কোভিড সংক্রমণ ১১০৯, মৃত ৪৩

এই রোগ থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৪,২৫,০০,০০২। দেশে মৃত্যুর হার ১.২১ শতাংশ।

Updated By: Apr 8, 2022, 10:36 AM IST
Covid 19: দেশে আবার কমল সংক্রমণ; নতুন কোভিড সংক্রমণ ১১০৯, মৃত ৪৩

নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘণ্টায় ১,১০৯টি নতুন কোভিড -১৯ সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে দেশে। ভারতে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৩০,৩৩,০৬৭। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই খবর জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশে মোট মৃতের সংখ্যা হয়েছে ৫,২১,৫৭৩। দেশে সক্রিয় সংক্রমণ আরও কমে ১১,৪৯২ হয়েছে।

 

দেশে একদিনে ১,২১৩ জনের রোগমুক্তির কথা রিপোর্ট করা হয়েছে। এই রোগ থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৪,২৫,০০,০০২। দেশে মৃত্যুর হার ১.২১ শতাংশ।

২৪ ঘন্টার ব্যবধানে সক্রিয় কোভিড -১৯ কেসলোড কমেছে ১৪৭টি। মন্ত্রক আরও জানিয়েছে যে সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.০৩ শতাংশ। যেখানে জাতীয় কোভিড -১৯ রোগমুক্তির হার ৯৮.৭৬ শতাংশ।

আরও পড়ুন: XE Variant of COVID-19: ভারতেও হানা দিয়েছে XE ভ্যারিয়েন্ট, জানুন এর উপসর্গগুলো

দৈনিক সংক্রমণের হার ০.২৪ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ০.২৩ শতাংশ হয়েছে।

শুক্রবার সকাল পর্যন্ত দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান অভিযানের অধীনে দেওয়া ডোজ ১৮৫.৩৮ কোটি পেরিয়ে গেছে।

গত ২৪ ঘন্টায় দেশে মোট ৪,৫৩,৫৮২টি কোভিড -১৯ পরীক্ষা করা হয়েছে এবং এখনও পর্যন্ত মোট ৭৯.২৯ কোটির বেশি পরীক্ষা করা হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.