মাত্র ৯০ মিনিটেই মিলবে কোভিড টেস্টের ফল, নতুন কিট আনল TATA

সংস্থায় চেন্নাই ইউনিটে তৈরি করা হবে ১০ লাখ এই ধরনের কিট। পরে উত্পাদন বাড়ান হবে।

Updated By: Nov 9, 2020, 04:44 PM IST
মাত্র ৯০ মিনিটেই মিলবে কোভিড টেস্টের ফল, নতুন কিট আনল TATA

নিজস্ব প্রতিবেদন: দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এরকম এক পরিস্থিতিতে রোগ নির্ণয় ও চিকিত্সাই এখন মূল লক্ষ্য সরকারের। এরকম এক পরিস্থিতিতে করোনা নির্ণয়ে নতুন এক টেস্ট কিট বাজারে ছাড়ল টাটা গ্রুপ। সংস্থার দাবি, এটি RT-PCR পদ্ধতির থেকেও দ্রুত করোনাভাইরাসকে চিহ্নিত করতে পারবে এই কিট।

আরও পড়ুন-বেড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাজটা করেছি, তৃণমূলে আর ফিরব না: মিহির গোস্বামী

কিটটি যৌথভাবে তৈরি করেছে টাটা গ্রুপ ও কেন্দ্র সরকার। বর্তমানে করোনা নির্ণয়ে সবচেয়ে জনপ্রিয় Rapid Antigen Test। টাটার এই কিটটি আরও নির্ভূলভাবে করোনা নির্ণয় করতে পারবে বলে দাবি করা হচ্ছে। টাটা মেডিক্যাল অ্যান্ড ডায়াগনোস্টিকস-এর সিইও জি কৃষ্ণমূর্তি জানিয়েছেন, সংস্থায় চেন্নাই ইউনিটে তৈরি করা হবে ১০ লাখ এই ধরনের কিট। পরে উত্পাদন বাড়ান হবে।

আরও পড়ুন-আসবাবপত্র নিয়ে হোয়াইট হাউসে ঢুকতে এখনও কিছু দেরি আছে বাইডেনের

কিটটির নামকরণ করা হয়েছে TataMD CHECK। জি কৃষ্ণমূর্তি জানিয়েছেন, এই কিটটি ৯০ মিনিটের মধ্যে ফলফল জানাতে পারবে। এটি বিক্রি করা হবে হাসপাতাল ও ল্যাবগুলির মাধ্যমে। করোনা টেস্টের জন্য বেশি খরচ করতে হবে না। বাজারে এটি এসে গেলে খুব সহজেই করোনা নির্ণয় করা যাবে। 

.