বাতাসে পুজো পুজো গন্ধের সঙ্গে ছড়াচ্ছে ভাইরাল ফিভার, জেনে নিন লক্ষণগুলো
অক্টোবর মাস পড়তেই বাতাসে পুজো পুজো গন্ধ। প্যাচপ্যাচে গরম, বর্ষা ধীরে ধীরে কেটে গিয়ে আসছে শরত্ কাল। আর আবহাওয়ার বদল মানেই ভাইরাল জ্বরের প্রকোপ। পুজোয় সুস্থ থাকতে এখন থেকেই সাবধান হোনয। জেনে নিন ভাইরাল ফিভার বা ইনফ্লুয়েঞ্জার লক্ষণগুলো।
ওয়েব ডেস্ক: অক্টোবর মাস পড়তেই বাতাসে পুজো পুজো গন্ধ। প্যাচপ্যাচে গরম, বর্ষা ধীরে ধীরে কেটে গিয়ে আসছে শরত্ কাল। আর আবহাওয়ার বদল মানেই ভাইরাল জ্বরের প্রকোপ। পুজোয় সুস্থ থাকতে এখন থেকেই সাবধান হোনয। জেনে নিন ভাইরাল ফিভার বা ইনফ্লুয়েঞ্জার লক্ষণগুলো।
শরীরের তাপমাত্রা খুব বেড়ে যাওয়া
ওষুধেও জ্বর না কমা
বেশ কিছুদিন ধরে টানা জ্বর
ক্লান্তি
পেশী ও হাড়ে ব্যাথা
ত্বকে র্যাশ
ডায়রিয়া
গলা ব্যাথা
সর্দি
নাক বন্ধ হয়ে যাওয়া
যদিও ভাইরাল ফিভার নিয়ে ভয়ের কিছু নেই তবু এই জ্বর অন্তত টানা ৫ দিন ভোগায়। তারপরও থেকে যায় দুর্বলতা। তাই এর কোনটি আপনার দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তার দেখান। পুজো উপভোগ করতে এখন থেকেই সাবধান হোন।