যেভাবে বুঝবেন আপনার প্রিয়জন ডেঙ্গিতে আক্রান্ত কিনা

শহরজুড়ে ডেঙ্গির প্রকোপ ছড়াচ্ছে। সবাই জানেন যে ডেঙ্গি মশাবাহিত রোগ। বর্ষার জমা জলে ডিম পাড়ে ডেঙ্গির মশা। এরপর বাহক এডিস ইজিপ্টাই মশার সাহায্যে ছড়িয়ে পড়ে সংক্রমণ। কিন্তু কীভাবে বুঝবেন আপনার আত্মীয়-পরিজন বা বন্ধুর ডেঙ্গি হয়েছে। প্রতিরোধ ব্যবস্থাই বা কী? অনেকসময় সচেতনতার অভাবের কারণে ডেঙ্গি আক্রান্তের চিকিত্সায় দেরি হয়ে যায়। তাই উপসর্গগুলি জানা থাকলে, রোগের চিকিত্সা দ্রুত শুরু করা যেতে পারে।

Updated By: Aug 2, 2016, 02:07 PM IST
যেভাবে বুঝবেন আপনার প্রিয়জন ডেঙ্গিতে আক্রান্ত কিনা

ওয়েব ডেস্ক : শহরজুড়ে ডেঙ্গির প্রকোপ ছড়াচ্ছে। সবাই জানেন যে ডেঙ্গি মশাবাহিত রোগ। বর্ষার জমা জলে ডিম পাড়ে ডেঙ্গির মশা। এরপর বাহক এডিস ইজিপ্টাই মশার সাহায্যে ছড়িয়ে পড়ে সংক্রমণ। কিন্তু কীভাবে বুঝবেন আপনার আত্মীয়-পরিজন বা বন্ধুর ডেঙ্গি হয়েছে। প্রতিরোধ ব্যবস্থাই বা কী? অনেকসময় সচেতনতার অভাবের কারণে ডেঙ্গি আক্রান্তের চিকিত্সায় দেরি হয়ে যায়। তাই উপসর্গগুলি জানা থাকলে, রোগের চিকিত্সা দ্রুত শুরু করা যেতে পারে।

ডেঙ্গির উপসর্গগুলি

গায়ে হাতে পায়ে ব্যথা
মাংস পেশিতে ব্যথা
চোখে ব্যথা
গায়ে RASH, চুলকানি
জ্বর প্যারাসিটামলে না কমলে ডাক্তারের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা

প্রাথমিকভাবে দেখা যায় এই উপসর্গগুলি। ডেঙ্গি নিশ্চিত হলে আরও কয়েকটি উপসর্গ লক্ষ্য করা যেতে পারে-

অত্যধিক বমি
হলুদ প্রস্রাব বা কোলা রঙের প্রস্রাব
প্রস্রাবের পরিমাণ কম
পাতলা পায়খানা
ভুল বকা
শ্বাস কষ্ট
মাড়ি-নাক দিয়ে আপনা আপনি রক্তক্ষরণ
মাঝে মধ্যে জ্ঞান হারানো
চোখের সাদা অংশে রক্তক্ষরণ

ডেঙ্গির প্রাথমিক উপসর্গগুলি দেখা দিলে কী করা উচিত আপনার-

জ্বর হলে দেরি না করে রক্ত পরীক্ষা
ডেঙ্গি, NS1, ম্যালেরিয়া প্রথম দিন থেকেই রক্তে ধরা পড়ে
প্রথম থেকেই ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে
ডেঙ্গি রোগীকে মশারির মধ্যে রাখতে হবে
৬-৭দিন অন্তর পাত্রের জল ফেলে নতুন জল রাখতে হবে

কী করবেন না-

স্বরচিত চিকিত্সা নয়
ইন্টারনেট দেখে চিকিত্সা নয়
'কোলা' রঙের মূত্রত্যাগ করলে বাড়িতে চিকিত্সা নয়
৫-৬দিন জ্বরের পর NS1 টেস্ট করানোর প্রয়োজনীয়তা নেই
বাড়ির আশপাশে জল জমতে দেওয়া নয়
বাড়ির আশপাশে আবর্জনা ফেলবেন না
ডেঙ্গি হলে পাকস্থলীর ক্ষতি করতে পারে এমন কোনও খাবার নয়
খুব বেশি জল পান নয়। পরিমাণ মতো জল পান।
ডেঙ্গি রোগী শক্ত ব্রাশে দাঁত মাজবেন না
শরীরে অযথা খোঁচাখুঁচি নয়

এটুকু মেনে চললেই ডেঙ্গির সংক্রমণ আপনিও ঠেকাতে পারেন।

.