ইন্দোরে বাড়ছে মারণ সোয়াইন ফ্লুয়ের প্রকোপ, ৩ দিনে মৃত ১৩

ইন্দোরে দিন দিন বাড়ছে মারণ সোয়াইন ফ্লুয়ের প্রকোপ। গত ৩ দিনে এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ১৩ জন। শনিবার গভীর রাতে মারা গেছেন আরও দু'জন। বেসরকারি সূত্রের খবর এই নিয়ে মধ্যপ্রদেশের এই শহরে সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪। যদি, স্বাস্থ্য দফতরের দাবি প্রাণ গেছে ২৯ জনের।

Updated By: Feb 16, 2015, 02:42 PM IST
ইন্দোরে বাড়ছে মারণ সোয়াইন ফ্লুয়ের প্রকোপ, ৩ দিনে মৃত ১৩

ওয়েব ডেস্ক: ইন্দোরে দিন দিন বাড়ছে মারণ সোয়াইন ফ্লুয়ের প্রকোপ। গত ৩ দিনে এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ১৩ জন। শনিবার গভীর রাতে মারা গেছেন আরও দু'জন। বেসরকারি সূত্রের খবর এই নিয়ে মধ্যপ্রদেশের এই শহরে সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪। যদি, স্বাস্থ্য দফতরের দাবি প্রাণ গেছে ২৯ জনের।

আধিকারিক রেকর্ড অনুযায়ী ২০১৫ সালের জানুয়ারি থেকে জবল পুরের কাছে একটি ল্যাবরেটরিতে ১৬০টি স্যাম্পেল পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। যার মধ্যে ৫৫টি স্যাম্পেলই পাওয়া গেছে সোয়াইন ফ্লু ভাইরাসের উপস্থিতি। এমওয়াই হাসপাতালের গত শনিবার সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত এক ভদ্রমহিলাকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়।
 
বর্তমানে এমওয়াই হাসপাতালে H1N1 ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জন ভর্তি আছেন। 

.