Corona Update India: কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু, ৫ লক্ষের নীচে Active Cases

দেশে সুস্থতার হার বেড়ে ৯৭ শতাংশে পৌঁছেছে

Updated By: Jul 3, 2021, 10:10 AM IST
Corona Update India: কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু, ৫ লক্ষের নীচে Active Cases

নিজস্ব প্রতিবেদন: দেশে ফের একইসঙ্গে কমল দৈনিক সংক্রমণ (Daily Cases) ও মৃত্যু (Daily Death Toll)। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ৪৪ হাজার ১১১ জন। দৈনিক মৃতের সংখ্যা ৭৩৮ জন। এই নিয়ে টানা ৭দিন দৈনিক আক্রান্ত রইল ৫০ হাজারের নীচেই। অপরদিকে মৃত্যুও টানা ৯ দিন ধরে ১ হাজারের নীচেই রয়েছে। দেশে করোনা গ্রাফের নিম্নমুখী ধারা বজায় রইল এদিনও। দেশে সুস্থতার হার বেড়ে ৯৭ শতাংশে পৌঁছেছে।

এদিকে দেশে সক্রিয় রোগীর সংখ্যা (Active Cases) কমে পাঁচ লক্ষের নীচে নামল। এদিন দেশে সক্রিয় রোগীর সংখ্যা এসে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৪৭৭ জন মানুষ। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২ জন। যাদের মধ্যে সুস্থই হয়ে গিয়েছেন ২ কোটি ৯৬ লক্ষ ৫ হাজার ৭৭৯ জন। মোট মৃত্যু গতকালই ৪ লক্ষের গন্ডি ছুঁয়েছে। আজকের পরিসংখ্যান অনুযায়ী মোট মৃত্যু ৪ লক্ষ ১ হাজার ৫০ জন।

আরও পড়ুন: একশো দেশে Delta প্রজাতি! 'অতিমারির ভয়ঙ্কর পর্যায়,' মন্তব্য WHO প্রধানের

উল্লেখ্য, কোভ্যাক্সিনের (Covaxin) তৃতীয় ট্রায়াল রিপোর্ট প্রকাশ করেছে ভারত বায়োটেক (The Bharat Biotech)। সেই রিপোর্ট অনুযায়ী, করোনা ভাইরাস প্রতিরোধে ৭৭.৮ শতাংশ অর্থাৎ প্রায় ৭৮ শতাংশ সক্ষম কোভ্যাক্সিন (Covaxin)।  দেশজুড়ে এখনও পর্যন্ত মোট ভ্যাকসিন নিয়েছেন ৩৪ কোটি ৪৬ লক্ষ ১১ হাজার ২৯১ জন।

আরও পড়ুন: করোনার বিরুদ্ধে প্রায় ৭৮% কার্যকর Covaxin, প্রকাশ্যে তৃতীয় ট্রায়াল রিপোর্ট

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.