অক্সফোর্ডের কোভিড ভ্যাকসিনের ছাড়পত্রের জন্য ২ সপ্তাহের মধ্যে আবেদন করবে সেরাম ইনস্টিটিউট

অক্সফোর্ড ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে পুনাওয়ালা বলেন, 'ভ্যাকসিনের কার্যকারিতা বোঝার জন্য যতটা ট্রায়াল হওয়ার কথা ছিল তার থেকেও বেশি হয়েছে

Updated By: Nov 28, 2020, 11:11 PM IST
অক্সফোর্ডের কোভিড ভ্যাকসিনের ছাড়পত্রের জন্য ২ সপ্তাহের মধ্যে আবেদন করবে সেরাম ইনস্টিটিউট

নিজস্ব প্রতিবেদন: আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনা ভ্যাকসিন নিয়ে বড়সড় কোনও খবর পাওয়া যেতে পারে! এমনই এক সম্ভাবনা তৈরি হল পুণের সেরাম ইনস্টিটিউটের এক বিবৃতিতে।

শনিবার সেরাম ইনস্টিটিউটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ তৈরির কোম্পানি AstraZeneca-র ভ্যাকসিনের উত্পাদন সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন।

আরও পড়ুন-রাস্তা বন্ধ করবেন না; সরকার আলোচনার জন্য তৈরি, বিক্ষোভকারী কৃষকদের আবেদন অমিত শাহর

প্রধানমন্ত্রীর সফরের পরই সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা এক সাংবাদিক সম্মেলনে বলেন, দেশে জরুরি ক্ষেত্রে অক্সফোর্ড ভ্যাকসিন ব্যবহারের জন্য কেন্দ্রের কাছে আবেদন করবে সেরাম ইনন্টিটিউট।

পুনাওয়াল বলেন, 'এখনও পর্যন্ত কেন্দ্র আমাদের বলেনি কত ভ্যাকসিন সরকার কিনবে। তবে মনে হচ্ছে ২০২১ এক জুলাই পর্যন্ত তা ৩০-৪০ কোটি ডোজের প্রয়োজন হতে পারে। আগামী ২ সপ্তাহের মধ্যে অক্সফোর্ড ভ্যাকসিনের জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কেন্দ্রের কাছে আবেদন করব।'

আরও পড়ুন-বৃহস্পতিবার চালু হচ্ছে মাঝেরহাট ব্রিজ, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা

অক্সফোর্ড ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে পুনাওয়ালা বলেন, 'ভ্যাকসিনের কার্যকারিতা বোঝার জন্য যতটা ট্রায়াল হওয়ার কথা ছিল তার থেকেও বেশি হয়েছে। এবার ১৮ বছরের কম বয়সীদের ওপরে ট্রায়াল শুরু করা হবে।'

পুনাওয়ালা এদিন টুইট করেন, প্রাথমিকভাবে এই ভ্যাকসিন বিতরণ করা হবে ভারতে। এরপর তা আফ্রিকার দেশগুলিতে পাঠানো হবে। ব্রিটেন ও ইউরোপে এই ভ্যাকসিন সরবারহ করবে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনিকা।

.