অল্পদিনেই করোনার প্রকোপ কমাতে পারে! এমন ওষুধের সন্ধান দিল হিব্রু বিশ্ববিদ্য়ালয়

প্রফেসর ইয়াকুব নাহমিয়াসের নেতৃত্বে হিব্রু বিশ্ববিদ্যায় ও বেন্জামিন তেনেভারের নেতৃত্বে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই মেডিক্যাল সেন্টারের যৌথ উদ্যাগে এই গবেষণা হয়েছিল।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Jul 17, 2020, 03:26 PM IST
অল্পদিনেই করোনার প্রকোপ কমাতে পারে! এমন ওষুধের সন্ধান দিল হিব্রু বিশ্ববিদ্য়ালয়
প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন: করোনার মারাত্মক প্রভাব কমে হয়ে যাবে সাধারণ সর্দি-কাশি। গবেষণায় এমনই ড্রাগের খোঁজ পেয়েছেন হিব্রু বিশ্ববিদ্যালয়ের (Hebrew University) গবেষকরা। প্রফেসর ইয়াকুব নাহমিয়াসের নেতৃত্বে হিব্রু বিশ্ববিদ্যায় ও বেন্জামিন তেনেভারের নেতৃত্বে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই মেডিক্যাল সেন্টারের যৌথ উদ্যাগে এই গবেষণা হয়েছিল। সেখানেই উঠে এসেছে এই কোলেস্টেরল ড্রাগ ফেনোফাইব্রেট।

নাহমিয়াস জানিয়েছেন, ক্লিনিক্যাল গবেষণায় দেখা গিয়েছে এই পদ্ধতির প্রয়োগে করোনার ক্ষতিকর দিক কমিয়ে সাধারণ সর্দি-কাশিতে পরিণত করা সম্ভব। তাঁরা এ-ও জানিয়েছেন এখান থেকেই ধারণা মেলে কেন উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল থাকা ব্যক্তিদের কোভিডের মারাত্মক প্রভাব পড়ে।

আরও পড়ুন: করোনা প্রতিষেধক নিরাপদ! প্রত্যেক স্বেচ্ছাসেবকই সুস্থ, আশা জাগাল রাশিয়া

দুই গবেষকের তথ্য বলছে, এই কোলেস্টেরল ড্রাগ ফুসফুসের কোষে ফ্যাটকে পুড়িয়ে ফেলে। যার ফলে ওই অংশগুলির সঙ্গে ভাইরাসের সংযোগ বিচ্ছিন্ন হয়। তার দরুণ ভাইরাস নিজের প্রতিলিপি করতে পারে না। তাঁরা এ-ও বলছেন, মাত্র ৫ দিনে এই চিকিৎসায় ভাইরাসকে অনেকাংশেই শেষ করা সম্ভব।

এই মুহুর্তে বিশ্বে প্রায় সব জায়গায় করোনার প্রতিষেধক তৈরির কাজ চলছে। গবেষকরা হন্যে হয়ে গবেষণা চালাচ্ছেন। সেখানে এই গবেষণা কতটা ফলপ্রসু হয়, সেটাই দেখার বিষয়।

.