করোনা ভ্যাক্সিন তৈরিতে আশার আলো দেখাচ্ছে ল্যাবে তৈরি এই প্রোটিন
বিজ্ঞানীরা জানিয়েছেন, এই উন্নত প্রোটিন বেশি তাপেও নিজের আকার ধরে রাখতে পারে
নিজস্ব প্রতিবেদন: করোনার টিকা তৈরির বড়সড় সাফল্য এনে দিতে পারে ল্যাবে তৈরি একটি প্রোটিন। করোনা ভাইরাস থেকেই তৈরি করা হয়েছে এই প্রোটিন। বিভিন্ন করোনা ভ্য়াক্সিনে এখন যে এস প্রোটিন ব্যবহার করা হচ্ছে তার থেকে কোষের মধ্যে অন্তত দশগুন বেশি এই প্রোটিন তৈরি করা যাবে। এমন একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে সায়েন্স-এ।
আরও পড়ুন-বাবার খুনি মা ও তার প্রেমিক; সত্কারের ৩ দিন পর মৃতের নাবালিকা মেয়ের কথায় চমকে গেল পুলিস
টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষক জেসন ম্যাকেলান জানিয়েছেন, নতুন উন্নত এই প্রোটিন ভ্যাক্সিনের ডোজ কমিয়ে দিতে পারে। পাশাপাশি ভ্যাক্সিন উত্পাদন বাড়াতে সাহায্য করবে। ফলে অনেক বেশি করোনা রোগী এই ভ্যাক্সিন দ্রুত পেতে পারবেন।
অন্যদিকে, বিজ্ঞানীরা জানিয়েছেন, এই উন্নত প্রোটিন বেশি তাপেও নিজের আকার ধরে রাখতে পারে। এতে ঘরের তাপমাত্রাতেও এটিকে সংরক্ষণ করা যেতে পারে।
আরও পড়ুন-খরচ মাত্র ৪০০ টাকা; এক ঘণ্টায় ফল, করোনা টেস্টের সস্তা মেশিন তৈরি করল IIT খড়গপুর
এস প্রোটিন নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা ওই প্রোটিনের ১০০টি ধরন চিহ্নিত করেন। দেখা যায় এদের মধ্যে ২৬টি প্রোটিন সহজে ভেঙে যায় না ও কোষে উত্পাদন করা যায়। মানব দেহের কোষে এই প্রোটিন প্রবেশ করিয়ে দেখা গিয়েছে মানব কোষ আগের থেকে অন্তত দশগুন বেশি এই প্রোটিন তৈরি করছে। এদের মধ্যে থেকে বাছাই করে একটি প্রোটিন বেছে নেওয়া হয়েছে যা কোভিড ভ্যাক্সিন তৈরিতে সক্রিয় ভূমিকা নিতে পারে।