পাখির চোখ কোভিড ভ্যাকসিন!কোন পর্যায়ে রয়েছে কোন প্রতিষেধক? জেনে নিন

ন্যাচার জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী বাঁদরের দেহে করোনা রুখতে পারে অক্সফোর্ডের করোনা প্রতিষেধক। জনসন অ্যান্ড জনসনের প্রতিষেধকও এই বিষয়ে সক্ষম।

Updated By: Jul 31, 2020, 07:41 PM IST
পাখির চোখ কোভিড ভ্যাকসিন!কোন পর্যায়ে রয়েছে কোন প্রতিষেধক? জেনে নিন
প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্কে বিধ্বস্ত গোটা বিশ্ব। সব প্রান্তের মানুষই চাতক পাখির মতো ভ্যাকসিনের আশায় বসে রয়েছে। আশামূলক ফল মিললেও যতক্ষণ না হাতের মুঠোয় ভ্যাকসিন আসছে শান্তি নেই আম জনতার।

ন্যাচার জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী বাঁদরের দেহে করোনা রুখতে পারে অক্সফোর্ডের করোনা প্রতিষেধক। জনসন অ্যান্ড জনসনের প্রতিষেধকও এই বিষয়ে সক্ষম। অক্সফোর্ডের প্রতিষেধকের ফেজ-৩ ট্রায়াল চলছে। জনসন অ্য়ান্ড জনসনেরও দ্বিতীয় পর্বের ট্রায়াল শুরু হয়েছে। আমেরিকার মোডের্নার করোনা প্রতিষেধকও তৃতীয় পর্বের ট্রায়ালে রয়েছে।

আরও পড়ুন: ৫৯ টাকায় করোনার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ "ফ্যাভিভির" বাজারে আনল দেশীয় সংস্থা

প্রথম ও দ্বিতীয় পর্বের ট্রায়ালে আশানরূপ ফল পেয়েছে মোডের্না ও অক্সফোর্ড। গবেষকরা আশাবাদী যে এই বছরের শেষে না হলেও আগামী বছরের শুরুতেই আসতে পারে প্রতিষেধক। অন্যদিকে সবাইকে চমকে দিয়ে সেপ্টেম্বরেই ভ্যাকসিন নিয়ে আসার কথা বলছে রাশিয়া। পরের মাসের মাঝখানেই অনুমোদন পেতে পারে বলে খবর মিলেছে। তবে হয়তো শর্ত সাপেক্ষে ব্য়বহারের নিদান আসতে পারে।

.