সারা পৃথিবীর অর্ধেকের বেশি ক্যান্সার আক্রান্তের বাস ভারত ও চিনে

নয়া আতঙ্কের সামনে ভারত। ভারতে অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। বর্তমানে সারা পৃথিবীর অর্ধেকের বেশি ক্যান্সার রোগাক্রান্তের ঠিকানা ভারত ও চিন।

Updated By: Apr 13, 2014, 11:42 AM IST

নয়া আতঙ্কের সামনে ভারত। ভারতে অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। বর্তমানে সারা পৃথিবীর অর্ধেকের বেশি ক্যান্সার রোগাক্রান্তের ঠিকানা ভারত ও চিন।

দ্য ল্যানসেট অঙ্কোলজি-তে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী এশিয়ার দুই বৃহত্তম উন্নয়নশীল দেশে এই মারণ রোগ বহু মানুষের জীবন কেড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে থাবা বসাচ্ছে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও। প্রতি বছর ভারতে গরে অন্তত ১০ লক্ষ মানুষের শরীরে বাসা বাধে ক্যান্সার। ২০৩৫ সালের মধ্যে এই সংখ্যাটা ১৭ লাখে গিয়ে পৌঁছাবে। চিনে প্রতি ৫ জনের মৃত্যুর মধ্যে এক জন মারা যান ক্যান্সারে।

রিপোর্টটি অনুযায়ী অতিরিক্ত তামাক সেবন, রোগ নির্নয়ে দেরি হওয়া, স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, দেশের সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কীয় সুবিধার অসম প্রসার ভারতে দ্রুত হারে ক্যান্সার বৃদ্ধির মূল কারণ।

অন্যদিকে দিনে সাধারণ মানুষের সচেতনতার সামগ্রিক অভাব এবং প্রাচিন চিকিৎসা পদ্ধতি গুলির উপর অন্ধ বিশ্বাস দিন দিন সে দেশে এই রোগে মৃতের সংখ্যা বাড়িয়ে তুলছে।

.