কিডনিতে থেকে বের হল ৪২০টি পাথর
পেটে তীব্র যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন। চিনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের দংইয়াং হাসপাতালে দুই ঘণ্টা ধরে ওই ব্যক্তির অস্ত্রোপচার করা হয়। তারপর চিনে হে নামের ব্যক্তির কিডনি থেকে ৪২০টি পাথর বের করেন চিকিৎসকেরা। সঙ্গে সেই ব্যক্তি খুব কম জল খেতেন।
ওয়েব ডেস্ক: পেটে তীব্র যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন। চিনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের দংইয়াং হাসপাতালে দুই ঘণ্টা ধরে ওই ব্যক্তির অস্ত্রোপচার করা হয়। তারপর চিনে হে নামের ব্যক্তির কিডনি থেকে ৪২০টি পাথর বের করেন চিকিৎসকেরা। সঙ্গে সেই ব্যক্তি খুব কম জল খেতেন।
গত মে মাসে হে তলপেটে ব্যথা নিয়ে ওই চিকিৎসকের কাছে যান। সিটি স্ক্যান করে দেখা যায়, তার বামদিকের কিডনি পাথরে ভরা। চিকিৎসক ওয়ে ইয়াবিন বলেন, হে যদি আরও বেশিদিন ওই পাথর নিয়ে থাকতেন, তাহলে তাঁর কিডনি অপসারণ করতে হতো।
হের কিডনিতে থাকা পাথরগুলো থেকে অদ্ভুত শব্দ হতো। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, ২০০৯ সালে ভারতে এক রোগীর বামদিকের কিডনিতে তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে এক লাখ ৭২ হাজার ১৫৫টি পাথর অপসারণ করা হয়।