Corona Update: টানা ৪৪ দিন পর সর্বনিম্ন দৈনিক আক্রান্ত, অনেকটা বাড়ল সুস্থতার হার

সক্রিয় রোগীর সংখ্যাও কমল অনেকটাই

Updated By: May 28, 2021, 10:11 AM IST
Corona Update: টানা ৪৪ দিন পর সর্বনিম্ন দৈনিক আক্রান্ত, অনেকটা বাড়ল সুস্থতার হার

নিজস্ব প্রতিবেদন: টানা ৪৪ দিন পর দেশে সর্বনিম্ন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা (Lowest Daily Cases )। আর স্বাভাবিকভাবেই এর প্রভাব সুস্থতার হার ও সক্রিয় রোগীর সংখ্যাতেও। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত (Corona Daily Cases) হয়েছেন ১ লক্ষ ৮৬ হাজার ৩৬৪ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ কোটি ৭৫ লক্ষ ৫৫ হাজার ৪৫৭ তে। দৈনিক আক্রান্ত কম হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমল। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৭৬,৭৫৫ জন। অর্থাৎ দেশে বর্তমানে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৩ লক্ষ ৪৩ হাজার ১৫২ জন। 

এক ধাক্কায় অনেকটা বাড়ল সুস্থতার হারও (Recovery Rate)। বর্তমানে তা ৯০.৩৪ শতাংশে এসে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ৪৫৯ জন। মোট সুস্থের সংখ্যা ২ কোটি ৪৮ লক্ষ ৯৩ হাজার ৪১০ জন। পাশাপাশি চলছে টিকাকরণ কর্মসূচিও। দেশে এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ২০ কোটি ৫৭ লক্ষ ২০ হাজার ৬৬০ জন।

আরও পড়ুন: ভারতে খুব দ্রুত লঞ্চ হবে সিঙ্গেল ডোজ Sputnik Light টিকা : কেন্দ্র

খানিকটা কমেছে করোনায় মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৬০ জনের। এ যাবৎ করোনায় মোট মৃত্যু ৩ লক্ষ ১৮ হাজার ৮৯৫ জনের। 

আরও পড়ুন: এক সপ্তাহেই করোনা নিরাময়ে সক্ষম Antibody Cocktail! কী বলছেন চিকিৎসকরা?
 

.