করোনার বিরুদ্ধে ঘুরে দাঁড়াচ্ছে ভারত! বেড়েছে সুস্থতার হার, কমেছে দৈনিক মৃত্যু
এ পর্যন্ত দেশে করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৯ লক্ষ ৮৮ হাজার ৮২২ জন। দেশে করোনায় সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৫.৮ শতাংশ।
নিজস্ব প্রতিবেদন: ভারতের করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হল। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, দেশজুড়ে বেড়েছে সুস্থতার হার। পাশাপাশি কমেছে করোনায় মৃত্যুর হার।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের দেওয়া হিসাব অনুযায়ী, এ পর্যন্ত দেশে করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৯ লক্ষ ৮৮ হাজার ৮২২ জন। দেশে করোনায় সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৫.৮ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী দেশজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৯ লক্ষ ৭৯ হাজার ৪২৩।
#COVID19 India Tracker
(As on 10 October, 2020, 08:00 AM)Confirmed cases: 69,79,423
Recovered: 59,88,822 (85.8%)
Active cases: 8,83,185(12.7%)
Deaths: 1,07,416 (1.5%)#IndiaFightsCorona#Unite2FightCorona#IndiaWillWinVia @MoHFW_INDIA pic.twitter.com/VQwqjbRspn
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) October 10, 2020
শনিবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR) টুইট করে জানিয়েছে, ৯ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ৮ কোটি ৫৭ লক্ষ ৯৮ হাজার ৬৯৮ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৯ অক্টোবরেই করোনা পরীক্ষা করানো হয়েছে ১১ লক্ষ ৬৪ হাজার ১৮ জনের।
COVID-19 Testing Update. For more details visit: https://t.co/dI1pqvXAsZ @MoHFW_INDIA @DeptHealthRes #ICMRFIGHTSCOVID19 #IndiaFightsCOVID19 #CoronaUpdatesInIndia #COVID19 pic.twitter.com/0p1qKGjq2m
— ICMR (@ICMRDELHI) October 10, 2020
শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ২৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় ৯২৬ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস।
বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ ৮৩ হাজার ১৮৫ যা দেশে মোট আক্রান্তের নিরিখে ১২.৭ শতাংশ। এখনও পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭ হাজার ৪১৬ জনের।
এ দেশে করোনায় মৃত্যু হার ১.৫ শতাংশ। ফলে সব মিলিয়ে ভারতে করোনা পরিস্থির কিছুটা উন্নতি হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।