Covid Update: সর্বনিম্ন দৈনিক করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ হাজার ৬৪০
দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৬২ হাজার ৫২১ জন।
নিজস্ব প্রতিবদন: ৯১ দিনের মাথায় ৫০ হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ (Daily Corona Cases)। দেশে গত ২৪ ঘণ্টায় মারণভাইরাসের কবলে পড়েছেন (India reports #COVID19 cases) ৪২,৬৪০ জন। এদিকে দৈনিক সুস্থতার (Recovered) সংখ্যা অনেকটাই কমেছে। একদিনে করেনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ হাজার ৮৩৯ জন। সক্রিয় রোগীর সংখ্যাও (Active Cases) এসে দাঁড়িয়েছে ৬ লক্ষের কাছাকাছি। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৬২ হাজার ৫২১ জন।
আরও পড়ুন: করোনা টিকার কারণে কমছে গর্ভধারণ ক্ষমতা! কি বলছে স্বাস্থ্য মন্ত্রক?
India reports 42,640 new #COVID19 cases (lowest in 91 days), 81,839 discharges & 1,167 deaths in last 24 hours as per Union Health Ministry
Total cases: 2,99,77,861
Total discharges: 2,89,26,038
Death toll: 3,89,302
Active cases: 6,62,521Total Vaccination: 28,87,66,201 pic.twitter.com/xyFVIvvIEt
— ANI (@ANI) June 22, 2021
আরও পড়ুন: নতুন টিকানীতির প্রথম দিনেই ভারতে রেকর্ড টিকাকরণ; দেশকে কুর্নিশ PM Modi-র
গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Daily Death Toll) হয়েছে ১ হাজার ১৬৭ জনের। মোট মৃত্যু সংখ্যা (Death toll) গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৯ হাজার ৩০২ জনে। দেশে করোনায় মোট আক্রান্ত ২ কোটি ৯৯ লক্ষ ৭৭ হাজার ৮৬১ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৮৯ লক্ষ ৭৭ হাজার ৮৬১। সুস্থতার হার বেড়েছে ৯৬ শতাংশ। রোজ পাঁচ শতাংশেরও কম হারে সংক্রমণ ঘটছে দেশে। গড়ে আপাতত থাকছে ৩.২২ %। দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ২৮ কোটি ৮৭ লক্ষ ৬৬ হাজার ২০১ জন।