Covid Update: একধাক্কায় ৪২% বাড়ল আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা পার করল ৩ হাজার
সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৯৭৭ জন। মৃতের সংখ্যাও এক লাফে পৌঁছে গিয়েছে ৩ হাজার ৯৯৮ জনে।
নিজস্ব প্রতিবেদন: ২৪ ঘণ্টায় এক লাফে অনেকটা বেড়ে গেল আক্রান্তের সংখ্যা। গতকাল মঙ্গলবার আক্রান্ত হয়েছিল ৩০ হাজার। যা ছিল বিগত ১২৫ দিনে সবচেয়ে কম। কিন্তু সেই সংখ্যাই আজ এক লাফে পৌঁছে গেল ৪২ হাজার ০১৫-য়ে। কিন্তু সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৯৭৭ জন। মৃতের সংখ্যাও এক লাফে পৌঁছে গিয়েছে ৩ হাজার ৯৯৮ জনে।
Total cases: 3,12,16,337
Active cases: 4,07,170
Total recoveries: 3,03,90,687
Death toll: 4,18,480
Total vaccination: 41,54,72,455
— ANI (@ANI) July 21, 2021
মোট আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে ৩ কোটি ১২ লক্ষ ১৬ হাজার ৩৩৭ জন। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৭ হাজার ১৭০ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ৯০ হাজার ৬৮৭ জন। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৮ হাজার ৪৮০।
India reports 42,015 new #COVID19 cases, 36,977 recoveries, and 3,998 deaths in the last 24 hours, as per the Union Health Ministry. Daily positivity rate at 2.27%, less than 3% for 30 consecutive days. pic.twitter.com/uDhIYgKOUn
— ANI (@ANI) July 21, 2021
ভ্যাকসিন নিয়েছেন ৪১ কোটি ৫৪ লক্ষ ৭২ হাজার ৪৫৫ জন।