Coronavirus: দেশে রেকর্ডহারে বাড়ল করোনা, একদিনে আক্রান্ত ৩৪ হাজার ছুঁইছুঁই

ওমিক্রন আক্রান্ত যখন বাড়ছে তার মধ্যেই দেশে একলাফে প্রায় ৩৩ শতাংশ বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ।

Updated By: Jan 3, 2022, 12:38 PM IST
Coronavirus: দেশে রেকর্ডহারে বাড়ল করোনা, একদিনে আক্রান্ত ৩৪ হাজার ছুঁইছুঁই
নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন: গত কয়েক দিন ধরেই দেশে চিন্তা বৃদ্ধি করেছে করোনা। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে রেকর্ডহারে। ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই দেশে একলাফে প্রায় ৩৩ শতাংশ বাড়ল করোনায় দৈনিক সংক্রমণ। একদিনে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ল ৬ হাজারের বেশি। ১০ শতাংশের বেশি বাড়ল দৈনিক ওমিক্রন সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৩ হাজার ৭৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৭ হাজার ৫৫৩।  

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১২৩ জনের।  রবিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৮৪। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৯ লক্ষ ২২ হাজার ৮৮২ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮১ হাজার ৮৯৩ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত দেশের ২৩টি রাজ্যে ছড়িয়েছে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে ১৭৫ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে ওমিক্রন সংক্রমিত ১ হাজার ৭০০ জন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ৫১০ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫১। 

আরও পড়ুন, Covid Vaccination for 15-18 Years: টিকা দিতে ভুলবেন না, করোনার সাথে 'মহাযুদ্ধে' আপনার সন্তানও এবার 'ফুলপ্রুফ'

দেশের একাধিক রাজ্যে হু-হু করে বাড়ছে করোনা সংক্রমণ।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.