মধ্য জুলাই থেকে দিনে ১ কোটি টিকা, ডিসেম্বরের মধ্যে গোটা দেশে টিকাকরণ: ICMR প্রধান
দেশের টিকার (Covid Vaccine) অভাব নেই বলে দাবি ভার্গবের (Balram Bhargava)।
নিজস্ব প্রতিবেদন: জুলাইয়ের মাঝামাঝি অথবা অগাস্টে শুরু থেকে প্রতিদিন ১ কোটি টিকা দেওয়া সম্ভব হবে। মঙ্গলবার দুপুরে জানালেন আইসিএমআর প্রধান বলরাম ভার্গব (ICMR chief Dr Balram Bhargava)। বছর শেষের আগে ১০৮টি কোটি মানুষকে টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাও সম্ভব হবে বলে দাবি করলেন ভার্গব।
দেশের টিকার (Covid Vaccine) অভাব নেই বলে দাবি ভার্গবের (Balram Bhargava)। তাঁর যুক্তি,''মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে চারগুণ জনসংখ্যা এদেশের। এক মাসের মধ্যে টিকাকরণ করতে হলে অভাব তো চোখে পড়বেই। জুলাইয়ের মাঝামাঝি, বড়জোর অগাস্টের শুরু পর্যন্ত ধৈর্য্য ধরতে হবে। প্রতিদিন ১ কোটি টিকা দেওয়ার মতো ডোজের জোগান রয়েছে।'' দুজন কেন্দ্রীয় মন্ত্রীর সুরেই আইসিএমআর প্রধান জানান, ডিসেম্বরের মধ্যেই গোটা দেশে টিকাকরণ সম্ভব হবে।
গত সপ্তাহে কেরল হাইকোর্টে কেন্দ্র জানিয়েছে, বর্তমানে প্রতি মাসে টিকা উৎপাদিত হচ্ছে ৮.৫ কোটি বা দিনে ২৮.৩৩ লক্ষ ডোজ। জুলাইয়ের আগে উৎপাদন ক্ষমতা বাড়তে চলেছে। গতমাসে কেন্দ্রের এক শীর্ষ উপদেষ্টা জানিয়েছিলেন,ডিসেম্বরের মধ্যে ২০০ কোটি ডোজ পাওয়া যাবে।
টিকার যোগান অপ্রতুল বলে অভিযোগ করেছে রাজ্যগুলি। তবে কেন্দ্রের দাবি, এখনও পর্যন্ত ২৩ কোটি ডোজ দেওয়া হয়েছে। ১.৫৭ কোটি ডোজ এখনও রয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য। কেন্দ্রের টিকানীতির 'ভুলভ্রান্তি' নিয়ে সোমবার প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। জবাব দেওয়ার জন্য দুসপ্তাহ সময় দেওয়া হয়েছে সরকারকে।
আরও পড়ুন-DRDO's 2DG করোনার ওষুধ : কারা খাবেন? কারা খাবেন না? বিস্তারিত জানাল সংস্থা