হাতের মেদ ঝরাবেন কী করে?
হাতের মেদটা বেড়েই চলেছে। কিছুতেই কমছে না। যেকোনও পোশাকেই খুব বাজে দেখতে লাগছে। হাত দুটোকে নিয়ে বিড়ম্বনার যেন শেষ নেই। কী করবেন? রইল ছোট্ট কয়েকটা টিপস-
Updated By: Jan 4, 2017, 09:28 PM IST
ওয়েব ডেস্ক : হাতের মেদটা বেড়েই চলেছে। কিছুতেই কমছে না। যেকোনও পোশাকেই খুব বাজে দেখতে লাগছে। হাত দুটোকে নিয়ে বিড়ম্বনার যেন শেষ নেই। কী করবেন? রইল ছোট্ট কয়েকটা টিপস-
স্কিপিং- স্কিপিং হচ্ছে মেদ ঝরিয়ে দেহের যেকোনও পেশী সুগঠিত করতে সবচেয়ে ভালো ব্যায়াম।
স্ট্রেচিং- স্ট্রেচিংয়ের ফলে হাতের পেশী সুগঠিত হয়। দৃঢ় হয়। জোর বাড়ে।
কবজি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যায়াম- কবজি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যায়াম করলে কাঁধ ও নিম্নবাহুর পেশী টোনড হয়।
পুশ আপস- পুশ আপের ফলে হাতের পেশী সুগঠিত হয়। হাতের জোর বাড়ে।
আরও পড়ুন, ভুল ইঞ্জেকশনের জেরে জীবনমৃত দেড় বছরের শিশু!
Tags: