কান সামলে রাখুন এইসব সহজ উপায়

Updated By: Feb 25, 2016, 11:12 AM IST
কান সামলে রাখুন এইসব সহজ উপায়

১) কানের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল সব সময় কানে হাত না দেওয়া। অনেকেই আছেন কাজ থাকলে, না থাকলে কোন কাঠি নিয়ে কান খোঁচাতে থাকেন। এটা খুব খারাপ স্বভাব।

২) চিকিৎসকের পরামর্শ ছাড়া কানে অ্যান্টিবায়োটিক ড্রপ দেওয়া ঠিক নয়। যদি বিভিন্ন ইনফেকশন বা পুঁজ জমে থাকার কারণে অ্যান্টিবায়োটিক ড্রপস দিতে হয় তবে প্রথমেই পরিষ্কার কটন বাড দিয়ে কানের ভেতরটা আলতো করে পরিষ্কার করে নিতে হবে। এতে জমে থাকা জল বা পুঁজ পরিষ্কার হয়ে আসবে, না হলে ড্রপ কানের ভেতরে প্রবেশ না করে এগুলোর ওপর ভাসতে থাকবে।

তিন মিনিটেই হলুদ দাঁত হীরের মত ঝকঝকে

৩) মাঝে মাঝে ভেজা গামছা, বা রুমাল দিয়ে মুখের সঙ্গে কান মুছে নিন। দেখবেন বেশ স্ট্রেটস রিলিফ হচ্ছে।

৪) কানে কানে খোল বা ময়লা বের করার পক্ষে সেরা জিনিস হল অলিভ ওয়েল। পরপর কয়েকদিন দিলে এ খোল নরম হয়ে বেরিয়ে আসে। অনেকে শক্ত খোল বের করার জন্য বিভিন্ন করোসিভ বা রাসায়নিক দ্রব্যের সাহায্য নেন। যেমন- সোডি বাই কার্ব, হাইড্রোজেন পার অক্সাইড, পার ক্লোরাইড অব মার্কারি ইত্যাদি।

৫) কানে ইনফেকশন থাকলে  যদি তার অন্য কোনও ওষুধ ব্যবহার করতে হয় তবে ডাক্তারের কাছে জেনে নিতে হবে এ ওষুধ কানে পার্শ্বপ্রতিক্রিয়া করে কিনা। একে অটোটক্সিসিটি বলে।

Tags:
.