ওমিক্রনের প্রকোপ থেকে কীভাবে বাঁচাবেন শিশুকে? রইল কয়েকটি টিপস

সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা

Updated By: Dec 15, 2021, 08:20 PM IST
ওমিক্রনের প্রকোপ থেকে কীভাবে বাঁচাবেন শিশুকে? রইল কয়েকটি টিপস

নিজস্ব প্রতিবেদন: একদিন দেশের অন্যান্য রাজ্যে থাকলেও, বুধবার রাজ্যে প্রবেশ করেছে ওমিক্রন (Omicron)। আক্রান্ত হয়েছে মুর্শিদাবাদের সাত বছরের এক শিশু। সদ্যই আবুধাবি থেকে দেশে ফিরেছিল সে। বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি শিশুটি। সঙ্গে ভর্তি তার বাবা ও বোন। শিশুটির অবস্থা স্থিতিশীল। 

জানা গিয়েছে, হায়দরাবাদে তার প্রথম করোনা (Corona) পরীক্ষা হয়। সেখানে রিপোর্ট পজিটিভ আসে। এরপর জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হয়। সেখানেই ওমিক্রন (Omicron) ধরা পড়ে। ইতিমধ্যে শিশুটির বাড়ির লোকদের আইসোলেশনে পাঠানো হয়েছে। 

ওমিক্রন নিয়ে বিশেষ সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা। শিশুদের দিকে বাড়তি নজর দিতে বলছেন। ওমিক্রনের আক্রমণ থেকে শিশুকে বাঁচাতে কী করবেন?

রইল টিপস-

১) মাস্ক পরিয়ে রাখুন, সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং হাতে স্য়ানিটাইজারের ব্যবহার করতে শেখান।

২) যেখানে সেখানে হাত দিয়ে সেই হাত চোখে বা মুখে দিতে নিষেধ করবেন।

৩) সময়ে সময়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিতে বলুন।

৪) পুষ্টিকর খাবার খাওয়ান

৫) এই পরিস্থিতিতে বিদেশে ঘোরা এড়িয়ে যান।

৬) বাচ্চার ঠিকটাক টিকাকরণ প্রয়োজন

৭) বাচ্চাদের নিয়ে জনবহুল এলাকায় যাবেন না।

৮) বাচ্চার জ্বর, সর্দি-কাশি, মাথা ব্যথা, গায়ে ব্যথা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন: Omicron: আপনার শিশুটি কি ওমিক্রন আক্রান্ত? এই উপসর্গগুলো দেখলেই সতর্ক হন

আরও পড়ুন: Omicron: ওমিক্রন সংক্রমণের গতি কোভিডের অন্যান্য প্রজাতির থেকে একেবারেই আলাদা, সতর্ক করল WHO

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.