ভারতের অন্তঃসত্ত্বা মহিলাদের ৫০ শতাংশ ভোগেন রক্তাল্পতায়

দেশের অন্তঃসত্ত্বা মহিলাদের ৫০ শতাংশ এবং ৫ বছরেরে কমবয়সী শিশুদের ৭৪ শতাংশ ভোগে রক্তাল্পতা ও অপুষ্টিতে। বুধবার প্রকাশিত একটি ম্যালনিউট্রিশন ম্যাপিং প্রজেক্টে উঠে এসেছে এই তথ্য।

Updated By: Apr 15, 2015, 10:54 PM IST
ভারতের অন্তঃসত্ত্বা মহিলাদের ৫০ শতাংশ ভোগেন রক্তাল্পতায়

ওয়েব ডেস্ক: দেশের অন্তঃসত্ত্বা মহিলাদের ৫০ শতাংশ এবং ৫ বছরেরে কমবয়সী শিশুদের ৭৪ শতাংশ ভোগে রক্তাল্পতা ও অপুষ্টিতে। বুধবার প্রকাশিত একটি ম্যালনিউট্রিশন ম্যাপিং প্রজেক্টে উঠে এসেছে এই তথ্য।

অ্যামওয়ের সহযোগিতায় গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভাল নিউট্রিশন (GAIN) এই ম্যালনিউট্রিশন ম্যাপিং প্রজেক্ট তৈরি করেছে। প্রজেক্টে দেখা গিয়েছে ভারতের ৬২ শতাংশ শিশু ভোগে ভিটামিন এ-র ঘাটতিতে।
যার ফলে দেশে বাড়ছে শিশুমৃত্যু। GAIN-এর ডিরেক্টর ও সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজর ডমিনিত স্কোফিল্ড জানান, "মূলত অপুষ্টি সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই প্রকল্প গড়া হয়েছে। যাতে রাজনৈতিক নেতা, স্বাস্থ্য আধিকারিরা এই বিষয়ে খোলাখুলি আলোচনা করেন ও সমাধান খোঁজার চেষ্টা করেন।"

মোট ৩০টি দেশে অপুষ্টি নিয়ে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন, ইউনিসেফ ও ল্যানসেটের সমীক্ষার ওপর নির্ভর করে এই প্রকল্প তৈরি হয়েছে।

 

.