করোনা মুক্ত হওয়ার ৯ মাস পর ভ্যাকসিন নেওয়ার পরামর্শ সরকারি প্যানেলে

সরকারি বিশেষজ্ঞ প্যানল গত মঙ্গলবার করোনা মুক্তদের ৯ মাস পর করোনার ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছে। 

Updated By: May 19, 2021, 12:02 PM IST
করোনা মুক্ত হওয়ার ৯ মাস পর ভ্যাকসিন নেওয়ার পরামর্শ সরকারি প্যানেলে

নিজস্ব প্রতিবেদন: ৬ মাস নয়, ৯ মাস পর নেওয়া যাবে করোনা টিকা। করোনা (COVID) আক্রান্ত থেকে সুস্থ হয়ে ওঠার পর করোনা ভ্যাকসিন নেওয়ার গ্যাপ বাড়ানোর পরামর্শ দিল  সরকারি বিশেষজ্ঞ প্যানল। মঙ্গলবারের বৈঠকে করোনা জয়ীদের ৯ মাস পর করোনা টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

জানা গিয়েছে, বিশেষজ্ঞ প্যানেল টাইমলাইন পর্যালোচনা করা হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে। সেখানে যে ডেটা দেখা গিয়েছে তাতে ৯ মাস পর্যন্ত অ্যান্টিবডি থাকবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 

তবে World Health Organisation-র নির্দেশিকা অনুযায়ী, করোনা মুক্ত হওয়ার ৬ মাস পর ভ্যাকসিন নিতে হবে। সরকারি বিশেষজ্ঞ প্যানলের পরামর্শের বিরোধিতা করেছে একদল চিকিৎসক। তাঁদের মতে “কোনওকিছুই ৬ মাসের বেশি মানেই ঝুঁকিপূর্ণ। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর অ্যান্টিবডি থাকে ৬ সপ্তাহ পর্যন্ত, ভ্য়াকসিন নেওয়ার ক্ষেত্রে এর থেকে বেশি দেরি করলে আবার করে সংক্রমণের সম্ভাবনা বেড়ে যাবে''।

সরকারি বিশেষজ্ঞ প্যানল গত মঙ্গলবার করোনা জয়ীদের ৯ মাস পর করোনা টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে, তা এখনও গ্রাহ্য হয়নি। 

.