গর্ভাশয়ের সিস্ট সারাতে আদার জাদু

Updated By: Sep 8, 2017, 06:31 PM IST
গর্ভাশয়ের সিস্ট সারাতে আদার জাদু

ওয়েব ডেস্ক:  গর্ভাশয়ের সিস্ট এখন একটা খুবই সাধারণ সমস্যা। আর এই নিয়ে মহিলাদের মধ্যে দুশ্চিন্তারও অন্ত নেই। এর ফলে পিরিয়ড হয় অনিয়মিত, আর তার ফলেই গর্ভধারণের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা হতে পারে। অন্তত এমনটাই বলছেন চিকিত্সকরা। তবে আপনি হয়তো এটা জানেন না, আপনার হাতের কাছেই রয়েছে এর সমাধান। এই রোগ সারাতে ম্যাজিকের মতো কাজ করে আদার সেঁক।

যা যা লাগবে:

১২০ গ্রাম তাজা আদা

আদার পাইডার হলেও চলবে, সেক্ষেত্রে এক টেবিল চামচ আদা লাগবে

একটি টাওয়েল

রবারের গ্লাস

সুতির কাপড়ের ব্যাগ

দুটি বড় কাপড়

যেভাবে আপনি আদার জল তৈরি করবেন?

একটি বড় পাত্রতে জল নিয়ে হাল্কা করে গরম করে নিন। এবার সুতির কাপড়ের ব্যাগে আদা ভরে, ব্যাগটি গরম জলে দিয়ে দিন।  বেশ কিছুক্ষণ গরম জলে ব্যাগটা ভিজিয়ে রাখুন। এরপর গ্যাস বন্ধ করে দিন। এবার ব্যাগটিকে গরম জল থেকে বার করে আনুন। হাতে যাতে ছ্যাঁকা না লাগে, সেই বিষয়টি দেখে নেবেন। এরপর আদার রসটা চেপে বার করে নিন। সেই রসটা বেরল ওটাই আসে আদার জল।

তবে সেঁক দেওয়ার ক্ষেত্রেও বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে

প্রথমে একটি তোয়ালে ওই আদার জলের মধ্যে চুবিয়ে নিন। এরপর তা ভালো ভাবে চিপে তলপেটের উপর রেখে দিন। আবার কিছুক্ষণ বাদে একই ভাবে তলপেটের ওপর রেখে দিন। ৩-৪ মিনিট করে প্রায় আধ ঘণ্টা করে এরকমভাবে সেঁক দিন। তবে খেয়াল রাখতে হবে, আদার জল যেন ঠান্ডা না হয়ে যায়, তার জন্য তা ঢাকা দিয়ে রাখতে হবে। কমপ্রেস করার পর তলপেটের ওই অংশও যেন ঠান্ডা না হয়ে যায়, সেটাও খেয়াল রাখতে হবে। সেঁক দেওয়ার পর তলপেটের ওই অংশ লাল হয়ে যেতে পারে। কিন্তু তাতে ঘাবড়াবেন না।

গর্ভাশয়ে সিস্ট থাকলে, প্রতিদিন আধ ঘণ্টা করে এইভাবে সেঁক দিন। তাতে ১৪ দিনের মধ্যেই উপহার পাবেন হাতেনাতে। শুধু গর্ভাশয়ে সিস্টই নয়, উপকার পাবেন কিডনি বা গল ব্লাডারে স্টোনের ক্ষেত্রেও। 

.