গলব্লাডারে স্টোন ডেকে আনতে পারে ভয়ানক বিপদ!

পেটে ব্যথা হয়? গা বমি বমি ভাব? খেতে অনীহা? তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারকে দেখান। আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে নিশ্চিত হোন আপনার গল ব্লাডারে স্টোন হয়নি তো? প্রথম থেকে সতর্ক না হলে ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে গলব্লাডার স্টোন।

Updated By: Aug 20, 2016, 03:54 PM IST
গলব্লাডারে স্টোন ডেকে আনতে পারে ভয়ানক বিপদ!

ওয়েব ডেস্ক : পেটে ব্যথা হয়? গা বমি বমি ভাব? খেতে অনীহা? তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারকে দেখান। আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে নিশ্চিত হোন আপনার গল ব্লাডারে স্টোন হয়নি তো? প্রথম থেকে সতর্ক না হলে ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে গলব্লাডার স্টোন।

গল ব্লাডারে স্টোন বাড়িয়ে দিতে পারে আপনার হৃদরোগের ঝুঁকি। এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। সমীক্ষা বলছে, গল ব্লাডারে স্টোনের ফলে ২৩ শতাংশ বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি। হার্ট অ্যাটাক, স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে তোলে গল ব্লাডারে সমস্যা। এছাড়াও গল স্টোন ডেকে আনতে পারে ডায়াবেটিস, ওবেসিটি, হাই কোলেস্টেরল, উচ্চ রক্তাপের মত সমস্যা। পরিপাকেও সমস্যা দেখা দেয়। বাইল অ্যাসিড ক্ষরণের ভারসাম্য নষ্ট করে, যা কিনা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। নারী ও পুরুষ, উভয়ের ক্ষেত্রেই গল স্টোনে ঝুঁকির দিকটা একই। প্রায় সাড়ে ৮ লাখ গল স্টোন রোগীর উপর সমীক্ষা চালানো হয়।

.